রাষ্ট্রপতিকে মেরুন উত্তরীয় আর রুপোর স্মারকে সংবর্ধনা বাগানের, গরহাজির লালহলুদ
সিএবির তরফ থেকে যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এবং মহমেডানের পক্ষ থেকে ইকবাল আমেদও রাষ্ট্রপতিকে সংবর্ধিত করেন।
নিজস্ব প্রতিবেদন: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সংবর্ধনায় সামিল হল কলকাতার ক্রীড়াজগত। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সচিব অঞ্জন মিত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন সবুজ মেরুন উত্তরীয় আর রুপোর স্মারক। কিন্তু নাম ঘোষণা হলেও ইস্টবেঙ্গলের তরফ থেকে কেউ সংবর্ধনা দিতে হাজির ছিলেন না।
আরও পড়ুন- জাহির-সাগরিকার রিসেপশনে তাল ঠুকলেন বিরাট, নাচলেন অনুষ্কার সঙ্গে, দেখুন ভিডিও
লালহলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান ক্লাব সচিব কল্যাণ মজুমদার অসুস্থ হয়ে পড়ায় তাদের পক্ষ থেকে কেউ এই অনুষ্ঠানে যেতে পারেননি। তার জন্য দুঃখপ্রকাশ করে চিঠি পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। সিএবির তরফ থেকে যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এবং মহমেডানের পক্ষ থেকে ইকবাল আমেদও রাষ্ট্রপতিকে সংবর্ধিত করেন।
আরও পড়ুন- বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানাবেন বিরাট!
I thank you again for this warm reception, which has really touched my heart. I would like to thank the CM and govt and most of all the people of Bengal. I promise to come back to Kolkata, the city of mishti, adda and football #PresidentKovind pic.twitter.com/AaXBeC235H
— President of India (@rashtrapatibhvn) November 28, 2017