বাংলাদেশের বিশ্বকাপ জয় মুজিববর্ষে বিরাট উপহার: শেখ হাসিনা
বিশ্বজয়ী ক্রিকেটাররা দেশে ফিরলে গণসংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ওঠার পরেই শুভেচ্ছা জানিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পড়শি দেশকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর গোটা দলকে আন্তরিক অভিনন্দন জানালেন তিনি। শুধু তাই নয় বললেন, মুজিববর্ষে বিরাট উপহার। বিশ্বজয়ী ক্রিকেটাররা দেশে ফিরলে গণসংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।
TRUE CHAMPIONS
Bangladesh players, during their victory lap, pick up and move aside the litter thrown onto the field!
Classy. #U19CWC | #FutureStars pic.twitter.com/JJV17MbDZK
— Cricket World Cup (@cricketworldcup) February 10, 2020
রবিবার সিংহের ডেরায় টাইগারদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নিয়েছে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল। দলের সব ক্রিকেটার, বোর্ড কর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমাদের দলের ক্রিকেটারদের এমন টিম স্পিরিট এবং তাদের দক্ষতা দেখে গোটা জাতি আজ গর্বিত।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে হাসিনা সরকারের। আর এবারই বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশের যুব ক্রিকেট দল। যা জাতির গর্ব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয় মুজিববর্ষের একটা বিরাট উপহার, সবার জন্য, জাতির জন্য। আমরা খুশিতে আরও কাজ করব। চারটে বছর ছেলেগুলি প্র্যাকটিস করেছে। আকবর (অধিনায়ক) তো অসাধারণ। এর মানসিকতা সত্যিই!" দেশে ফিরলে বিশ্বজয়ী যুবা ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হবে বলেও এদিন জানান শেখ হাসিনা।