চুক্তির পাঁচটি বিষয় নিয়ে দ্বন্দ্ব অব্যাহত East Bengal কর্তা ও স্পনসরদের

ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই। চূড়ান্ত চুক্তি এখনও সই হয়নি বলেই খবর। 

Updated By: Feb 4, 2021, 04:11 PM IST
চুক্তির পাঁচটি বিষয় নিয়ে দ্বন্দ্ব অব্যাহত East Bengal কর্তা ও স্পনসরদের

নিজস্ব প্রতিবেদন- চুক্তির পাঁচটি বিষয় নিয়ে দ্বন্দ্ব অব্যাহত এসসি ইস্টবেঙ্গল কর্তা ও স্পনসরদের মধ্যে। তবে আলোচনার মাধ্যমে মিটমাটের আশা হতে পারে। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে স্পনসর শ্রী সিমেন্টের ঝামেলা যেন কিছুতেই মিটছে না। বহুদিন থেকেই শোনা যাচ্ছে, চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না স্পনসর সংস্থাটির। মূলত চুক্তির পাঁচটি বিষয় নিয়েই আপাতত ঝামেলা। ক্লাব সূত্রে জানা যাচ্ছে রিলায়েন্সের মধ্যস্থতায় আপাতত শ্রী সিমেন্টের আইনজীবীর সঙ্গে আলোচনা চালাচ্ছে ক্লাব। 

ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই। চূড়ান্ত চুক্তি এখনও সই হয়নি বলেই খবর। তবে শ্রী সিমেন্টের (Shree Cement) তরফ থেকে জানানো হয়েছে তাদের শর্ত না মানলে তারা চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারে। ক্লাব সূত্র মারফৎ জানা যাচ্ছে মূলত যে পাঁচটি বিষয নিয়ে ক্লাবের আপত্তি রয়েছে সেগুলি হল :

আরও পড়ুন-  ISL 2020-21: বড় শাস্তি লাল হলুদ কোচের, ডার্বিতে ডাগআউটে নেই Fowler

• এক তরফা চুক্তি (Contract) ভাঙার অধিকার কোনো পক্ষেরই থাকবে না। ইস্টবেঙ্গল (East bengal) ক্লাবের বক্তব্য যে চুক্তি ভাঙতে হলে দুই তরফের অনুমতি নিয়েই তা করতে হবেI
• চুক্তি ভাঙা হলে কোনোরকম আর্থিক ও আইনগত দায়িত্ব ক্লাব নেবে না I
• চুক্তি ভাঙার পর পর ১ বছর সময়কাল অবধি তারা তাদের শেয়ার যে কাউকে বিক্রয় করতে পারে, তবে সেটি অবশ্যই ক্লাব অথরিটির অনুমতি সাপেক্ষ হতে হবে I
• ক্লাবের কোনো লোগো ক্লাব অথরিটি কাউকে দেবে নাI
• ময়দানের ক্লাব তাঁবু, দুটি বাস, কলকাতা - জলপাইগুড়ির বিল্ডিং রেজিস্টার করে নেওয়ার কথা বলেছে শ্রী সিমেন্টI  ফেরত দেওয়ার সময় তারা তাদের চুক্তির শতকরা হিসেবে (৮০% / ২০%) ফেরত দেবে বলেছে I ইস্টবেঙ্গল ক্লাব সেটি কখনোই মানতে রাজি নয়I
এমনিতেই আইএসএলে রীতিমতো বিপাকে এসসি ইস্টবেঙ্গল। ১১ দলের লিগে ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে লাল হলুদ। রেফারিদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে ৪ ম্যাচ নির্বাসিত হয়েছেন কোচ ফাওলার। মাঠ ও মাঠের বাইরে নানা সমস্যায় রীতিমতো জেরবার ইস্টবেঙ্গল। তবে আপাতত আলোচনার মাধ্যমেই যাবতীয় চুক্তি সংক্রান্ত বিরোধিতা মিটিয়ে ফেলতে চাইছেন কর্তারা।

.