সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে ফুটবল ফেডারেশন

সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে প্রফুল প্যাটেলকে স্বস্তি দিল সর্বোচ্চ ন্যায়ালয়। ফলে আপাতত বহাল রইলেন সভাপতি সহ ফেডারেশনের সব আধিকারিকরাই।

Updated By: Nov 11, 2017, 11:36 PM IST
সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে ফুটবল ফেডারেশন

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে প্রফুল প্যাটেলকে স্বস্তি দিল সর্বোচ্চ ন্যায়ালয়। ফলে আপাতত বহাল রইলেন সভাপতি সহ ফেডারেশনের সব আধিকারিকরাই।

সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া হল ২ সদস্যের নীতি নিয়ন্ত্রক কমিটি। কমিটির সদস্য হলেন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি ও ভাস্কর গঙ্গোপাধ্যায়। ফেডারেশনের সংবিধান সংশোধনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আট সপ্তাহের মধ্যে ওই সংবিধান সংশোধন করতে হবে।

উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের নির্বাচনকে অবৈধ বলে রায় দেয়। ফলে ফেডারেশন পড়ে ‌যায় প্রবল বিপাকে। দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় আগামী ৫ মাসের মধ্যে ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন করতে হবে। বস্তুতপক্ষে প্রফুল প্যাটেলের নির্বাচনকেই অবৈধ বলে দিল্লি হাইকোর্ট। তার পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন-ফের মুকুল রায়ের অভিযোগ খারিজ করল নবান্ন

.