ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের গোলে হার ম্যান ইউয়ের, হ্যাটট্রিক রোনাল্ডোর
বিশ্ব ফুটবলে ভারতের অবস্থান যতই নিচের দিকে থাকুক, ইউরোপে এখন জোর চর্চা এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি যার গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল সেই লুসিয়ানো নরসিংহ একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। প্রথমে গোল করেও এই ম্যাচে পরপর দুটো গোল হজম করে হেরে যায় ম্যান ইউ।
ওয়েব ডেস্ক: বিশ্ব ফুটবলে ভারতের অবস্থান যতই নিচের দিকে থাকুক, ইউরোপে এখন জোর চর্চা এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি যার গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল সেই লুসিয়ানো নরসিংহ একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। প্রথমে গোল করেও এই ম্যাচে পরপর দুটো গোল হজম করে হেরে যায় ম্যান ইউ।
ম্যানচেস্টার ইউনাটেডের মত ম্যানচেস্টার সিটিও ১-২ গোলে হারাল জুভেন্তাসের বিরুদ্ধে।
এদিকে, স্প্যানিশ লিগে পাঁচ গোলে করার পর এদিন চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শালকের বিরুদ্ধে রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যে শালকেকে ৪-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।
ম্যানচেস্টার ইউনাইটেড-পিসিভি ম্যাচে লুইস ফন গালের ম্যানইউকে লিডও পাইয়ে দিয়েছিলেন ডিপাই। তবে, সে লিড ধরে রাখা পরের কথা অপেক্ষাকৃত দুর্বল ডাচ দলটির বিপক্ষে হেরেই বসে ইংল্যান্ডের বিখ্যাত এই ক্লাব।