১৫ বছরের সম্পর্ক শেষ, বার্সেলোনা ছাড়ার পথে পুওল

১৫ বছরের সম্পর্ক শেষ। চলতি মরসুমের শেষেই বার্সেলোনা ছাড়তে চলেছেন কার্লোস পুওল। একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন দুবছর বাকি থাকতেই বার্সেলোনা ছাড়তে চলেছেন। এব্যাপারে ক্লাবের সঙ্গে তাঁর কথা হয়েছে। ক্লাবও নাকি তাঁকে ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন বার্সা অধিনায়ক।

Updated By: Mar 5, 2014, 10:25 PM IST

১৫ বছরের সম্পর্ক শেষ। চলতি মরসুমের শেষেই বার্সেলোনা ছাড়তে চলেছেন কার্লোস পুওল। একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন দুবছর বাকি থাকতেই বার্সেলোনা ছাড়তে চলেছেন। এব্যাপারে ক্লাবের সঙ্গে তাঁর কথা হয়েছে। ক্লাবও নাকি তাঁকে ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন বার্সা অধিনায়ক।

দীর্ঘদিন ধরে হাঁটুর চোট নিয়ে ভুগছেন এই বর্ষীয়ান ডিফান্ডার। তাই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পুওল। এবছর বার্সেলোনার হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। উনিশো নিরানব্বইতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পুওল। এখন পর্যন্ত বার্সার হয়ে পাঁচশো তিরানব্বিটি ম্যাচ খেলেছেন তিনি। বার্সার জার্সি গায়ে এটাই হচ্ছে কোনও ফুটবলারের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ। পুওলের আগে শুধু রয়েছেন জাভি হার্নান্ডেজ।

.