ইউরোয় শুরু শেষ আটের লড়াই
গ্রুপ লিগের পালা শেষ। বৃহস্পতিবার থেকে শুরু ইউরো কাপের শেষ আটের লড়াই। এবার ইউরোয় নক আউটের পালা। প্রথম ম্যাচেই চেক প্রজাতন্ত্রের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপ লিগের শেষ ম্যাচে ছন্দে ফেরা রোনাল্ডোর দিকে নজর ফুটবলবিশ্বের।
গ্রুপ লিগের পালা শেষ। বৃহস্পতিবার থেকে শুরু ইউরো কাপের শেষ আটের লড়াই। এবার ইউরোয় নক আউটের পালা। প্রথম ম্যাচেই চেক প্রজাতন্ত্রের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপ লিগের শেষ ম্যাচে ছন্দে ফেরা রোনাল্ডোর দিকে নজর ফুটবলবিশ্বের। বাকি তিনটি কোয়ার্টার ফাইনালের দিকে নজরও থাকবে ফুটবল দুনিয়ার। শেষ আটের লড়াই শেষ হবে আগামী রবিবার।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল। ষোলোটি দলের মধ্যে ইতিমধ্যেই আটটি দল নক আউটে পৌঁছে গেছে। প্রথম কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন দল চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে রোনাল্ডোর পর্তুগাল। পরের দিন জিডোনাস্ক এরিনায় গ্রুপ বি-র চ্যাম্পিয়ন জার্মানি খেলবে ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। রবিবার শেষ কোয়ার্টার ফাইনালে গ্রুপ ডি-র চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড খেলবে ইতালির বিরুদ্ধে।