Delhi Capitals-এ ফের হানা দিল Covid-19! রবিবার কি CSK vs DC ম্যাচ হবে?

এই নিয়ে দ্বিতীয়বার জৈব বলয় ভেদ করে দিল্লি শিবিরে হানা দিল মারণ ভাইরাস। গত ১৫ এপ্রিল দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart) প্রথম করোনা আক্রান্ত হন। ঠিক তারপরের দিনই দলের স্পোর্টস মাসাজ থেরাপিস্ট চেতন কুমারের (Chetan Kumar) করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Updated By: May 8, 2022, 03:34 PM IST
Delhi Capitals-এ ফের হানা দিল Covid-19! রবিবার কি CSK vs DC ম্যাচ হবে?
ফের করোনা হানা দিল দিল্লি শিবিরে

নিজস্ব প্রতিবেদন: করোনা যেন (Covid-19) পিছুই ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ফের একবার ঋষভ পন্থরা (Rishabh Pant) নিভৃতবাসে! রবিবার অর্থাৎ আজ নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে দিল্লি-চেন্নাই মুখোমুখি (Delhi Capitals vs Chennai Super Kings) ম্যাচ। তার আগেই এদিন সকালে দিল্লির এক নেট বোলারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দিল্লির খেলোয়াড়রা হোটেলে আইসোলেশনে রয়েছেন। এমনটাই খবর। এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ জমেছে। 

এই নিয়ে দ্বিতীয়বার জৈব বলয় ভেদ করে দিল্লি শিবিরে হানা দিল মারণ ভাইরাস। গত ১৫ এপ্রিল দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart) প্রথম করোনা আক্রান্ত হন। ঠিক তারপরের দিনই দলের স্পোর্টস মাসাজ থেরাপিস্ট চেতন কুমারের (Chetan Kumar) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ১৮ এপ্রিল দলের অজি অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh), টিমের ডাক্তার অভিজিৎ সালভি (Dr Abhijit Salvi) ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টিমের সদস্য আকাশ মানের ( Akash Mane) শরীরে বাসা বাঁধে মারণ ভাইরাস। করোনা আক্রান্ত হন টিম সেইফার্টও (Tim Seifert)। যদিও করোনার ধাক্কা সামলেই মাঠে নামে রিকি পন্টিংয়ের শিষ্যরা।

আরও পড়ুন: Debangshu Bhattacharya On KKR: 'কোটি কোটি টাকা দিয়ে আলু,বাঁধাকপি কিনেছেন, একটাও কম্মের না!'

আরও পড়ুন: KKR: লখনউয়ের কাছে ৭৫ রানে হার! কেকেআরের প্লে-অফের আশা কার্যত শেষ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.