সাত বলে এক ওভার, হচ্ছেটা কী আইপিএলে!

অশ্বিনের প্রথম ওভারের সপ্তম বলে কুইন্টন ডি কক বাউন্ডারি মারেন। অর্থাৎ সপ্তম বলে মারা সেই বাউন্ডারি মুম্বইয়ের কাছে আসে বোনাস হিসাবে। 

Updated By: Mar 31, 2019, 01:04 PM IST
সাত বলে এক ওভার, হচ্ছেটা কী আইপিএলে!

নিজস্ব প্রতিবেদন- প্রথমে অশ্বিনের মাঁকড়ীয় আউট। তার পর মালিঙ্গার নো বল। এবার এক ওভারে সাত বল। হচ্ছেটা কী আইপিএলে! একের পর এক কাণ্ড ঘটে চলেছে ক্রোড়পতি লিগে। আম্পায়ারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন, এটা পাড়ার বা ক্লাব ক্রিকেট নয়। আম্পায়ারদের আরও বেশি সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ সময় আম্পায়ারদের একটা ছোট ভুল ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। বিরাট কোহলির কথাগুলো বলার পরও টনক নড়েনি আম্পায়ারদের। আবারো ভুলের পুনরাবৃত্তি হল।

আরও পড়ুন-  IPL 2019, KXIPvMI: মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল পঞ্জাব

আরও একবার ঘটনার কেন্দ্রে অশ্বিন। এবার অবশ্য তাঁর কোনও ভূমিকা নেই। ভুল করলেন আম্পায়াররা। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে এক ওভারে সাত বল করলেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিংস অধিনায়ক অশ্বিন। প্রথম ওভারেই বোলিং করতে আসেন অশ্বিন। আর প্রথম ওভারেই বড়সড় ভুল করে বসলেন আম্পায়ার। অশ্বিন ছয়ের বদলে করলেন সাতটি বল। আম্পায়ার প্রথমে খেয়ালই করলেন না। 

আরও পড়ুন-  IPL 2019: কিংবদন্তি ফেল্পসকে ক্রিকেটের পাঠ দিলেন ঋষভ পন্থ!

অশ্বিনের প্রথম ওভারের সপ্তম বলে কুইন্টন ডি কক বাউন্ডারি মারেন। অর্থাৎ সপ্তম বলে মারা সেই বাউন্ডারি মুম্বইয়ের কাছে আসে বোনাস হিসাবে। আর সেই বোনাস আম্পায়ারের দেওয়া গিফটের মতো। যদিও ম্যাচটা পাঞ্জাব জিতেছে। তবুও আম্পায়ারের এমন কাণ্ড নিয়ে সরব অনেকেই। এত বড় টুর্নামেন্ট। অর্থের ছড়াছড়ি। আম্পায়াররা এত টাকা পারিশ্রমিক পেয়েও কেন এমন অপেশাদার মানসিকতা পোষণ করছেন! এর আগে বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মাও আম্পায়ারদের অপেশাদার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি তা বোঝা গেল আরও একবার। 

.