তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হলেন রাফায়েল বেনিতেজ
জল্পনটাই সত্যি হল। রিয়াল মাদ্রিদের কোচ নির্বাচিত হলেন রাফায়েল বেনিতেজ। কার্লোস আনসালোত্তির স্থলাভূষিক্ত হলেন বেনিতেজ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা করেন তিন বছরের চুক্তিতে ক্লাবের ম্যানেজারের দায়িত্বে এলেন বেনিতেজ। লিভারপুলের প্রাক্তন কোচ বেনিতেজের রিয়ালের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে অনিশ্চিত হয়ে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো চেয়েছিলেন আনাসলোত্তিই কোচ থেকে যান। কারণ বেনিতেজের পছন্দের ফুটবলার হলেন গ্যারেথ বেল। সেক্ষেত্রে সিআরসেভেন-এর গুরুত্ব কমে যাবে ক্লাবে।
ওয়েব ডেস্ক: জল্পনটাই সত্যি হল। রিয়াল মাদ্রিদের কোচ নির্বাচিত হলেন রাফায়েল বেনিতেজ। কার্লোস আনসালোত্তির স্থলাভূষিক্ত হলেন বেনিতেজ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা করেন তিন বছরের চুক্তিতে ক্লাবের ম্যানেজারের দায়িত্বে এলেন বেনিতেজ। লিভারপুলের প্রাক্তন কোচ বেনিতেজের রিয়ালের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে অনিশ্চিত হয়ে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো চেয়েছিলেন আনাসলোত্তিই কোচ থেকে যান। কারণ বেনিতেজের পছন্দের ফুটবলার হলেন গ্যারেথ বেল। সেক্ষেত্রে সিআরসেভেন-এর গুরুত্ব কমে যাবে ক্লাবে।
এই রিয়াল মাদ্রিদের হাত ধরেই পেশাদার কোচিংয়ে পা রাখেন বেনিতেজ। ১৯৯৩ সালে রিয়ালের বি দলের কোচিং করান। ২০০১ সালে ভ্যালেন্সিয়ায় তিন বছর দায়িত্ব সামলানোর পর যোগ দেন লিভারপুলের। ২০০৪ সাল থেকেই লিভারপুলে শুরু হয় রাফা যুগ। ২০০৪-০৫ মরসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেন লিভারপুল। ২০১০ সালে ইন্টারমিলানের কোচ হিসাবে ফিফা ক্লাব বিশ্বকাপ খেতাব জেতেন। ২০১২-১৩ সালে চেলসির কোচ হিসাবে জেকেন ইউরোপা লিগা। তবে বেনিতেজ বিশ্ব ফুটবলে লিভারপুলের কোচ হিসাবেই সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন।
রিয়ালের কোচ হিসাবে বেনিতেজের কাজটা মোটেও সহজ হবে না। অধিক সন্ন্যাসী নিয়েও কীভাবে গাজন মাতানো যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বেনিতেজের।