ক্লে-কোর্টে থামল 'রাফা'রাজ, সিংহাসনচ্যুত নাদাল
মাদ্রিদ ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার দিয়েগো সোয়ের্জমানকে হারিয়ে জন ম্যাকেনরোর রেকর্ড ভাঙেন রাফায়েল নাদাল। ১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯টি সেট জেতার রেকর্ড গড়েছিলেন মার্কিন টেনিসতারকা জন ম্যাকেনরো।
নিজস্ব প্রতিবেদন : মাদ্রিদ ওপেনে নজির গড়েও শেষ পর্যন্ত ক্লে-কোর্টে অপরাজিত দৌড় থামল রাফায়েল নাদালের। জেতা হল না খেতাব। কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন রাফা।
মাদ্রিদ ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার দিয়েগো সোয়ের্জমানকে হারিয়ে জন ম্যাকেনরোর রেকর্ড ভাঙেন রাফায়েল নাদাল। ১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯টি সেট জেতার রেকর্ড গড়েছিলেন মার্কিন টেনিসতারকা জন ম্যাকেনরো। ৩৪ বছর পর দিয়েগোকে হারিয়ে সেই রেকর্ড ভাঙেন রাফা। কিন্তু মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ডমিনিক থিয়েমের কাছে ৫-৭, ৩-৬ গেমে হারলেন তিনি। ক্লে-কোর্টে ২১ ম্যাচ পর হার মানলেন রাফা।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে 'লোধা' শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সৌরভ
একবছর পর ক্লে কোর্টে হারে রীতিমতো হতাশ নাদাল। সেই সঙ্গে সিংহাসন হারাতে চলেছেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা খোয়াতে হচ্ছে তাঁকে। এক নম্বর জায়গা ফিরে পেতে চলেছেন রজার ফেডেরার। সোমবার প্রকাশিত হবে WTA-র নতুন র্যাঙ্কিং।