আগামী দু বছরের জন্য ভারতীয় এ দল এবং অনুর্দ্ধ ১৯ দলের কোচে দ্রাবিড়ই

অনিল কুম্বলেকে  সরে যেতে হলেও রাহুল দ্রাবিড়ের চুক্তি নবীকরণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুনরায় আগামী দু বছরের জন্য  ভারতীয় এ দল এবং অনুর্দ্ধ ১৯ দলের কোচের দায়িত্বে বহাল রইলেন প্রাক্তন ভারতীয় এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। ২০১৫ সালে বোর্ড দ্রাবিড়কে প্রথম এই দায়িত্ব দেয়। বোর্ড কর্তাদের দাবি  গত দু বছরে ভারতীয় ক্রিকেটে তরুণরা যে দাপট দেখাচ্ছেন , তার নেপথ্য কারিগর দ্রাবিড়। তারই প্রশিক্ষণে ভারতীয় এ দল অষ্ট্রেলিয়াতে ত্রিদেশীয় সিরিজ জেতে। আর ২০১৬ অনুর্দ্ধ ১৯দল জেতে বিশ্বকাপ। বোর্ড কর্তারা মনে করেন দ্রাবিড়ের প্রশিক্ষন এবং শৃঙ্খলাপরায়ন ভারতীয় সিনিয়র দলের সাপ্লাই লাইনকে আরও মজবুত করবে।

Updated By: Jun 30, 2017, 11:17 PM IST
আগামী দু বছরের জন্য  ভারতীয় এ দল এবং অনুর্দ্ধ ১৯ দলের কোচে দ্রাবিড়ই

ওয়েব ডেস্ক: অনিল কুম্বলেকে  সরে যেতে হলেও রাহুল দ্রাবিড়ের চুক্তি নবীকরণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুনরায় আগামী দু বছরের জন্য  ভারতীয় এ দল এবং অনুর্দ্ধ ১৯ দলের কোচের দায়িত্বে বহাল রইলেন প্রাক্তন ভারতীয় এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। ২০১৫ সালে বোর্ড দ্রাবিড়কে প্রথম এই দায়িত্ব দেয়। বোর্ড কর্তাদের দাবি  গত দু বছরে ভারতীয় ক্রিকেটে তরুণরা যে দাপট দেখাচ্ছেন , তার নেপথ্য কারিগর দ্রাবিড়। তারই প্রশিক্ষণে ভারতীয় এ দল অষ্ট্রেলিয়াতে ত্রিদেশীয় সিরিজ জেতে। আর ২০১৬ অনুর্দ্ধ ১৯দল জেতে বিশ্বকাপ। বোর্ড কর্তারা মনে করেন দ্রাবিড়ের প্রশিক্ষন এবং শৃঙ্খলাপরায়ন ভারতীয় সিনিয়র দলের সাপ্লাই লাইনকে আরও মজবুত করবে।

.