close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রাহুলের অফ ফর্ম, টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে রোহিতকে! ইঙ্গিত নির্বাচক প্রধানের

ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই রান পাননি ওপেনার কেএল রাহুল।

Updated: Sep 10, 2019, 06:49 PM IST
রাহুলের অফ ফর্ম, টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে রোহিতকে! ইঙ্গিত নির্বাচক প্রধানের

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার টেস্ট দলে রোহিত শর্মাকে ওপেনিংয়ে খেলানোর কথা বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়কের দেখানো পথেই এবার এগোতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তেমনই ইঙ্গিত দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই রান পাননি ওপেনার কেএল রাহুল। সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তিনি। তাই লোকেশ রাহুলের পরিবর্তে ওয়ান ডে ও টি-টোয়েন্টির ওপেনার রোহিত শর্মাকে টেস্টেও ওপেন করতে দেখা যেতে পারে বলে মন্তব্য করেন এমএসকে প্রসাদ। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আমরা নির্বাচক কমিটি এখনও পর্যালোচনা করিনি। আমরা অবশ্যই টেস্টে ওপেনার হিসেবে রোহিত শর্মার বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও কেএল অবশ্যই প্রতিভাবান। তবে সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটে খারাপ ফর্ম রয়েছে রাহুলের। আমরাও এটা নিয়েও আলোচনা করব।"  

আরও পড়ুন - CFL 2019: সোমবার ইস্টবেঙ্গল মাঠে রেফারি নিগ্রহের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে চায় IFA

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচনে বসে রাহুল এবং রোহিতের বিষয় নিয়ে আলোচনা হবেই। কারন রাহানে এবং বিহারি দুজনেই টেস্টে মিডল অর্ডারকে ভারতকে ভরসা দিয়েছে ক্যারিবিয়ান সফরে। তাই ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত শর্মাকে ওপেনিং করতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।