ফুটবল গ্রহণের মাঝেই আজ ক্রিকেটের তারাখসা শো, বাংলা পরীক্ষায় বসছেন রায়নারা

ফুটবল গ্রহণের মাঝেই আজ ক্রিকেটের তারাখসা, বাংলা পরীক্ষায় বসছেন রায়নারা

Updated By: Jun 15, 2014, 11:51 AM IST

--------------------------------------------------------
একেবারে নিঃশব্দে, একেবার প্রচারের আলোর বাইরে। ভারতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামছে অথচ আম আদমিরা সে খবর রাখছে না এমনটা বিরল। সেই বিরল ঘটনার মাঝেই বাংলাদেশে শুরু হচ্ছে ধোনিহীন ভারতীয় দলের একদিনের সিরিজ। বিশ্বকাপ ফুটবলের মাঝে এই সিরিজ নিয়ে আগ্রহ তলানিতে, তবে রাহানে-পুজারা-উথাপ্পাদের কাছে এই সিরিজ খুবই গুরত্বপূর্ম। আজ মীরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামছেন রায়নারা।

কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশে এসেছে ভারত। সুরেশ রায়নার নেতৃত্বে ভারত নামছে মূলত আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে সহজ সিরিজ বলতে এটাই শেষ। তাই রিজার্ভ বেঞ্চ পরীক্ষার দারুণ একটা সুযোগ থাকছে। এই সিরিজে প্রধানত তিন জনের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে। আইপিএলের সেরা রবীন উথাপ্পা, বাংলার ঋদ্ধিমান সাহা, আর আম্বাতি রায়াড়ু। বিরাট কোহলি, এম এস ধোনির অনুপস্থিতে ভারতীয় তরুণরা কেমন খেলেন সেটাই দেখার।

ছ বছর পর দেশের জার্সিতে খেলতে নামছেন উথাপ্পা। উথাপ্পার সঙ্গে ওপেন করতে পারেন চেতেশ্বর পুজারা। টেস্টে নিজেকে প্রমাণ করা পুজারার কাছে ওয়ানডেতে বিশ্বকাপের আগে এটাই শেষ সুযোগ। তিন নম্বরে নামবেন রাহানে। রাহানের ওপর চাপ থাকবে কোহলির পরিবর্তে নামার ব্যাপারটা।

বাংলাদেশের ব্যাপরটা একটু আলাদা। একের পর এক ব্যর্থতার পর দ্বিতীয় সারির ভারতীয় দলকে হারাতে মরিয়া মুসফিকুর রহিমরা। কিন্তু সাধ থাকলেও সাধ্য কম। কারণ বোলিংয়ে বেশ কিছুটা পিছিয়ে বাংলাদেশ। মিডল অর্ডারেও সমস্যা আছে। তবু রায়নাদের অনভিজ্ঞতাকে কাজে লাগাতে আইপিএল চ্যাম্পিয়ন সাকিব আল হাসনাই প্রধান ভরসা বাংলাদেশের।

সম্ভাব্য ভারতীয় একাদশ- রবীন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি/আম্বাতি রায়াডু, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল/অকসর প্যাটেল, অমিত মিশ্র, বিনয় কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

.