প্রথম ইনিংসে রঞ্জিতে সবচেয়ে কম রান করেও জিতল রাজস্থান

Updated By: Dec 3, 2015, 04:00 PM IST
প্রথম ইনিংসে রঞ্জিতে সবচেয়ে কম রান করেও জিতল রাজস্থান

ওডিশা-১৫১,১২৯। রাজস্থান-৫১,২৩১/৮
রাজস্থান ২ উইকেটে জয়ী।

ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে মাত্র ৫১ রানে অলআউট হয়ে রঞ্জি ট্রফির ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছিল রাজস্থান। কিন্তু ৫১-এর হতাশায় ডুবে না থেকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নাটকীয় কায়দায় ওডিশার বিরুদ্ধে ম্যাচ জিতে নিল রাজস্থান। জয়পুরে ওডিশার প্রথম ইনিংসে ১৫১ রানের জবাবে রাজস্থান করেছিল ৫১ রান।

১০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ওডিশা ১২৯ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থান ৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে দলকে টেনে তোলেন পুনিত যাদব। কিন্তু শেষের দিকে পরপর উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় রাজস্থান। শেষ অবধি দলকে ২ উইকেটের নাটকীয় জয় এনে দেন সিদ্ধার্থ দোবাল (৫২)। ২০১১, ২০১২-পরপর দুবার রঞ্জি চ্যাম্পিয়নদের এমন নাটকীয় জয়ে অবাক ক্রিকেটমহল। এই ম্যাচ জেতায় কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল রাজস্থান। বাংলার গ্রুপেই খেলছে রাজস্থান, ওডিশা।

.