Rajat Patidar, IPL 2022 Eliminator: অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানিয়ে কী বললেন Virat Kohli?
বিরাট কোহলি (Virat Kohli) ও রজত পতিদার (Rajat Patidar) দুজনেই স্বীকার করে নিলেন যে একটা সময় আরসিবি (RCB) চাপে পড়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে ফাইনালের টিকিট পাওয়াই লক্ষ্য বিরাটদের।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এর প্লে-অফে (IPL 2022 Eliminator) লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বোলারদের একাই বুঝে নিয়েছেন রজত পতিদার (Rajat Patidar)। মাত্র ৫৪ বলে তাঁর অপরাজিত ১১২ রানের উপর ভর করে ৪ উইকেটে ২০৭ রান তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। পরে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) দাপটে ১৪ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি (RCB)। আর তাই ম্যাচের শেষে অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ম্যাচের শেষে মধ্যপ্রদেশের এই ব্যাটারকে বিরাট বলেন, “আমি এত বছর ধরে চাপের মুখে অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু তোমার মতো ইনিংস কাউকে খেলতে দেখিনি। এত বড় ম্যাচে এই শতরান সত্যিই প্রশংসার যোগ্য। আইপিএলের প্লে-অফে জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রথম ক্রিকেটার হিসাবে তুমি শতরান করলে। তোমাকে কুর্নিশ জানাই।“
IndianPremierLeague (@IPL) May 26, 2022
প্লে-অফের মতো কঠিন ম্যাচে অনেক সময় ক্রিকেটাররা খেই হারিয়ে ফেলে। তবে রজত কিন্তু বড় মঞ্চে নিজের জাত চিনিয়েছেন। সেইজন্য বিরাট তাঁর লড়াকু মানসিকতার প্রশংসা করে যোগ করেন, “আমি নিজেই খুব চিন্তায় ছিলাম। কারণ এর আগে অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি থেকে জিতে মাঠ ছাড়তে পারিনি। তাই পতিদারের ইনিংস আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওর ইনিংস সবাইকে শিক্ষা দিয়ে গেল যে নিজের উপর বিশ্বাস রাখলে ও পরিশ্রম করলে সবাই সফল হতে পারে।“
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র চার রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis)। তবে চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন বিরাট ও রজত। সেই জুটি নিয়ে রজত বলছিলেন, ‘‘চাপ তো ছিলই। তবে নিজের উপর ভরসাও ছিল। তাই প্রথম দিকে রান না পেলেও ক্রিজে টিকে থাকার চেষ্টা করেছিলাম। জানতাম, টিকে থাকলে শেষ দিকে বড় শট খেলতে সুবিধা হবে। এই প্রথম আমি শেষ ওভার পর্যন্ত খেললাম। তাই শেষ দিকে দ্রুত রান করতে অসুবিধা হয়নি।“
তবে ২০৭ রান করলেও জয় সহজে আসেনি। কে এল রাহুলের (KL Rahul) ৭৯ রান ও দীপক হুডার (Deepak Hooda) ৪৫ রানের পরেও ৬ উইকেটে ১৯৩ রানে থেমে যায় লখনউ। তাই বিরাট ও রজত দুজনেই স্বীকার করে নিলেন যে একটা সময় আরসিবি চাপে পড়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে ফাইনালের টিকিট পাওয়াই লক্ষ্য বিরাটদের।
আরও পড়ুন: Rajat Patidar, LSG vs RCB: অনন্য রেকর্ডের সঙ্গেই দুরন্ত সেঞ্চুরিতে ইডেন মাতালেন রজত
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)