Rajat Patidar, IPL 2022 Eliminator: মেগা নিলামে নিলামে অবিক্রিত থাকা নিয়ে মুখ খুললেন অপরাজিত শতরানকারী

আইপিএল-এর মেগা নিলামে (IPL Auction 2022) অবিক্রিত থাকলেও সেটা নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করতে রাজি নন। বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) প্রথম আইপিএল (IPL 2022) জয়ের স্বপ্ন দেখিয়ে এগিয়ে যেতে চাইছেন রজত পতিদার (Rajat Patidar)।      

Updated By: May 26, 2022, 02:03 PM IST
Rajat Patidar, IPL 2022 Eliminator: মেগা নিলামে নিলামে অবিক্রিত থাকা নিয়ে মুখ খুললেন অপরাজিত শতরানকারী
ক্রিজে ব্যাট করার সময় রজতের মাথায় ‘বিরাট’ হাত। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকের জীবনে পাল্টা জবাব দেওয়ার সুযোগ থাকে। রজত পতিদারও (Rajat Patidar) সেই সুযোগ পেলেন। এবং সদ্ব্যবহার করলেন। আর তাই আইপিএল-এর মেগা নিলামে (IPL Auction 2022) অবিক্রিত থাকলেও সেটা নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করতে রাজি নন। বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) প্রথম আইপিএল (IPL 2022) জয়ের স্বপ্ন দেখিয়ে এগিয়ে যেতে চাইছেন।

ম্যাচের শেষে অপরাজিত শতরানকারী বলেন, “নিলামে কোনও দল ডাকেনি বলে আমি মোটেও গুমরে ছিলাম না। বরং ক্লাবের হয়ে ম্যাচ খেলছিলাম। কারণ নিলামে ডাক পাওয়া কিংবা দল না পাওয়া কোনওটাই আমার হাতে নেই।“

তবে আইপিএল দুনিয়া রজতের কাছে নতুন নয়। গত আইপিএলেও আরসিবির (RCB) জার্সিতে খেলেছেন তিনি। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে চারটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। সেই চার ম্যাচে মাত্র ৭১ রান করেছিলেন। তাই এ বারের আইপিএল নিলামে কোনও দল তাঁকে কেনার আগ্রহই দেখায়নি। এমনকি মুখ ফিরিয়ে নিয়েছিল আরসিবি।

 

তাঁর বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। পরে লভনিথ সিসোদিয়ার বদলে রজতকে নেয় আরসিবি। আর সেই সিদ্ধান্তই এই মরশুমে আরসিবির ভাগ্য বদলে দিল। বুধবার এলিমিনেটরে পাতিদার ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। ১২টি চার ও সাতটি ছক্কা হাঁকান তিনি। রজতের এই ইনিংসই শেষ পর্যন্ত জিতিয়ে দেয় বেঙ্গালুরুকে।

কীভাবে গড়েছিলেন এই মহাকাব্যিক ইনিংস? রজতের প্রতিক্রিয়া, “সঠিক টাইমিং করাই আমার মূল লক্ষ্য ছিল। জোরে মারার থেকেও বল ফিল্ডারদের গ্যাপ থেকে মারাকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর এতেই সাফল্য পেলাম।“

শুরটা করেছিলেন বেশ ধীরগতিতে। কিন্তু পাওয়ার প্লে-এর শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya) সামনে পেয়েই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। নিজের ব্যাটিংয়ের স্টান্স বদল নিয়ে রজত যোগ করেন, “পাওয়ার প্লের শেষ ওভারে বোলার ছিল ক্রুণাল। ওকে টার্গেট করার পরিকল্পনা ছিল। সেটা কাজে লাগাতে পেরেছি বলেই বড় রান করতে পারলাম। সেই ওভারের পর থেকে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল।“

আত্মবিশ্বাস যে তাঁর বেড়ে গিয়েছিল সেটা রজতের ব্যাটিং দেখলেই বোঝা যায়। তাই তো ছয় মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যেতেও দ্বিতীয়বার ভাবেননি। রজত ফের বলেন, “এমন বড় ম্যাচে শতরান করতে পেরেছি বলে অবশ্যই আনন্দ হচ্ছে। কিন্তু ক্রিজে থাকার সময় নিজের শতরান নিয়ে একবারও ভাবনাচিন্তা করিনি। যেমন বল পেয়েছি, তেমন শট মেরেছি।“

জানিয়ে দিলেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে দেওয়ার মূল কারিগর।

আরও পড়ুন: Rajat Patidar, IPL 2022 Eliminator : নিলামে অবিক্রিত রজত এখন একাধিক রেকর্ডের মালিক

আরও পড়ুন: Rajat Patidar, IPL 2022 Eliminator: অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানিয়ে কী বললেন Virat Kohli?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.