বিদায়ী টেস্টেও রেকর্ড বুকে রঙ্গনা হেরাথ!
ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করতেই গলে ১০০ উইকেট নিয়ে নিলেন হেরাথ।
নিজস্ব প্রতিবেদন : বিদায়ী টেস্টেও ইতিহাসে জায়গা করে নিলেন লঙ্কা স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্ট ক্রিকেটে এক ভেনুতে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন দ্বীপরাষ্ট্রের এই বাঁ হাতি স্পিনার। স্বদেশীয় মুথাইয়া মুরলীথরন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের পর এবার রেকর্ড বুকে নাম তুলে নিলেন হেরাথ।
আরও পড়ুন - আইপিএলের নিলাম কবে, জানাল টুর্নামেন্ট কমিটি
গলে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদায়ী টেস্টে খেলছেন শ্রীলঙ্কা ৪০ বছর বয়সী বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। মঙ্গলবার টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করতেই গলে ১০০ উইকেট নিয়ে নিলেন হেরাথ। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে এখন ৪৩১টি উইকেট।
RANGANA HERATH
The Sri Lanka spinner has a century of wickets at the Galle International Stadium! He shares the record with Muttiah Muralitharan.#SLvENG LIVE
https://t.co/aBGojXNskW pic.twitter.com/QBTxtjfwaX— ICC (@ICC) November 6, 2018
গলে এর আগে ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীথরণের। যদিও দ্বীপরাষ্ট্রের তিনটি স্টেডিয়াম- কলোম্বো, ক্যান্ডি এবং গলে একশোটির বেশি উইকেট রয়েছে মুরলীর। মুরলীথরনের পাশাপাশি এক ভেনুতে একশো টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের। লর্ডসে এই নজির গড়েন জিমি। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা দশ উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে রিচার্ড হ্যাডলির (৪৩১ উইকেট)সঙ্গে যৌথভাবে নয় নম্বরে রয়েছেন রঙ্গনা হেরাথ।