দুরন্ত সারওয়াতে, সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সারওয়াতে নিলেন ৬টি উইকেট।
নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দিনের শেষেই ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার রনজি ফাইনালের পঞ্চম তথা শেষ দিনের প্রথম সেশনেই খেল খতম। ১২৭ রানেই শেষ সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস। ৭৮ রানে পূজারার দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার রনজি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ।
Vidarbha defeat Saurashtra by 78 runs in the Ranji Trophy final
Lift back-to-back Ranji Trophy titles pic.twitter.com/km0LASmN4S
— BCCI Domestic (@BCCIdomestic) February 7, 2019
বিদর্ভকে হারাতে দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রের সামনে ছিল ২০৬ রানের টার্গেট। বুধবার চতুর্থ দিনের শেষে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পুজারার দল। শেষ দিনে জয়ের জন্য সৌরাষ্ট্রের প্রয়োজন ছিল ১৪৮ রান। হাতে ছিল ৫টি উইকেট। কিন্তু বাঁ হাতি স্পিনার আদিত্য সারওয়াতের ভেলকিতেই শেষ সৌরাষ্ট্র। একমাত্র ভি জাদেজা ৫২ রান করেন। বাকি কেউ আর দাঁড়াতে পারেন নি। ১২৭ রানে শেষ সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সারওয়াতে নিলেন ৬টি উইকেট। অন্যদিকে বিদর্ভের আর এক স্পিনার অক্ষয় আখাড়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট তুলে নেন।
Vidarbha beats Saurashtra by 78 runs to clinch #RanjiTrophy 2018-19 title.
— Sunil kumar (@TweetsOfSunil) February 7, 2019
প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে বিদর্ভ করেছিল ৩১২ রান। জবাবে ৩০৭ রানে শেষ হয় পূজারার দলের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ২০০ রানে গুটিয়ে যায় বিদর্ভের ইনিংস। আর সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১২৭ রানে। ৭৮ রানে সৌরাষ্ট্রকে হারিয়ে পর পর দু বছর রনজিতে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। গত মরশুমে ফাইনালে দিল্লিকে ৯ উইকেটে হারিয়েছিল ওয়াসিম জাফররা।
আরও পড়ুন - এফসি বাসেলের সঙ্গে গাঁটছড়া চেন্নাই সিটির, খেলতে চায় আই লিগে