এফসি বাসেলের সঙ্গে গাঁটছড়া চেন্নাই সিটির, খেলতে চায় আই লিগে
আগামী কয়েক বছরের মধ্যে আইএসএলে খেলার কোনও ভাবনা নেই তাদের।
নিজস্ব প্রতিবেদন : সুইস টেনিস তারকা রজার ফেডেরার দেশের বিখ্যাত ফুটবল ক্লাব এফসি বাসেলের সঙ্গে গাঁটছড়া বাঁধল চেন্নাই সিটি এফসি। চেন্নাই সিটি এফসি-র ২৬ শতাংশ শেয়ার কিনল এফসি বাসেল। বাসেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেও আইএসএল নয় আই লিগেই খেলতে চায় চেন্নাই সিটি এফসি ফ্র্যাঞ্চাইজি।
Der FC Basel 1893 engagiert sich im Rahmen einer Minderheitsbeteiligung beim indischen Fussball-Traditionsverein @ChennaiCityFC. Alle Infos zur Partnerschaft gibt es hier: https://t.co/24LWJK5sKU#FCBasel1893 #zämmestark #rotblaulive
— FC Basel 1893 (@FCBasel1893) February 6, 2019
বুধবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দুই ক্লাব এফসি বাসেল এবং চেন্নাই সিটি এফসি যৌথভাবে একথা ঘোষণা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাসও। সুইস ক্লাবটি এই শেয়ার কেনার জন্য কী পরিমান অর্থ দেবে চেন্নাইকে তা অবশ্য জানা যায় নি। তবে চেন্নাই দলের মালিক রোহিত রমেশ জানান, আগামী কয়েক বছরের মধ্যে আইএসএলে খেলার কোনও ভাবনা নেই তাদের। আই লিগ দেশের দ্বিতীয় সারির লিগ হলেও সেখানেই তারা খেলবে বলে জানিয়ে দেন তিনি। কোয়েম্বাটোরে অত্যাধুনিক ইয়ুথ আবাসিক গড়ে তোলাই আপাতত প্রথম লক্ষ্য তাদের। এছাড়ার তামিলনাডুর বিভিন্ন প্রান্তে সকার স্কুল ছড়িয়ে দিতে চায় চেন্নাই সিটি এফসি।
আরও পড়ুন - বেহিসেবি জীবনযাপন, সাফাই দিলেও শো-কজ করা হল বাগানের জাপানি ফুটবলারকে