হাত দিয়ে করা রাউলের গোল দেখলেন নাকি মিস করে গেলেন?

১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার হ্যান্ড অফ গডের কথা আর কে ভুলতে পারবেন! তাঁরই পথ ধরে স্প্যানিশ লা লিগায় আর এক আর্জেন্টাইন তারকা,  লিওনেল মেসিও একইরকম গোল পান। হ্যান্ড অব গডের সাহায্যে তিনিও বার্সাকে গোল উপহার দিয়েছিলেন। ২০০৭ সালের জুনে এসপানিওলের বিপক্ষে এমন গোল করেছিলেন মেসি।

Updated By: Jun 14, 2016, 03:13 PM IST
হাত দিয়ে করা রাউলের গোল দেখলেন নাকি মিস করে গেলেন?

ওয়েব ডেস্ক : ১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার হ্যান্ড অফ গডের কথা আর কে ভুলতে পারবেন! তাঁরই পথ ধরে স্প্যানিশ লা লিগায় আর এক আর্জেন্টাইন তারকা,  লিওনেল মেসিও একইরকম গোল পান। হ্যান্ড অব গডের সাহায্যে তিনিও বার্সাকে গোল উপহার দিয়েছিলেন। ২০০৭ সালের জুনে এসপানিওলের বিপক্ষে এমন গোল করেছিলেন মেসি।

এবার আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে অনুসরণ করে তাঁদের পাশে নাম লেখালেন রাউল রুইদিয়াজ। তবে তিনি কিন্তু আর আর্জেন্টাইন নন, পেরুর ফুটবলার। এই রুইদিয়াজের গোলে কোপার শততম আসর থেকে ছিটকে যায় ব্রাজিল। ডান দিক থেকে আসা আন্দ্রাদে পোলোর ক্রস হাত দিয়ে ঠেলে গোল পান এই ফরোয়ার্ড। একবার দেখেই নিন গোলটা।

 

<iframe width="100%" height="360" src="https://www.youtube.com/embed/v7pVCxVpXYg" frameborder="0" allowfullscreen></iframe>

.