বাংলা ক্রিকেট নিয়ে কটাক্ষ রবি শাস্ত্রীর

বাংলা ক্রিকেট নিয়ে কটাক্ষ রবি শাস্ত্রীর। পাল্টা লক্ষ্মীরতন শুক্লার। রবিবার শহরে একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে শাস্ত্রী বলেন ভারতের কলকাতার মানুষের আবেগ থাকলেও বাংলা থেকে সৌরভের মানের ক্রিকেটার উঠছে না।  এমনকী বাংলার সাপ্লাই লাইনও খুব ভাল নয় বলে মনে করেন রবি। রবি শাস্ত্রীর এই বক্তব্য অবশ্য মেনে নিতে পারেননি বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা।

Updated By: May 23, 2016, 09:39 PM IST
বাংলা ক্রিকেট নিয়ে কটাক্ষ রবি শাস্ত্রীর

ওয়েব ডেস্ক: বাংলা ক্রিকেট নিয়ে কটাক্ষ রবি শাস্ত্রীর। পাল্টা লক্ষ্মীরতন শুক্লার। রবিবার শহরে একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে শাস্ত্রী বলেন ভারতের কলকাতার মানুষের আবেগ থাকলেও বাংলা থেকে সৌরভের মানের ক্রিকেটার উঠছে না।  এমনকী বাংলার সাপ্লাই লাইনও খুব ভাল নয় বলে মনে করেন রবি। রবি শাস্ত্রীর এই বক্তব্য অবশ্য মেনে নিতে পারেননি বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা।
                          
সদ্য বিধানসভা নির্বাচনে জিতেই ফের ক্রিকেট মাঠে উপস্থিত হন লক্ষ্মী। বরুণ বর্মন ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে উপস্থিত হয়ে লক্ষ্মী বলেন রাজনীতিতে এলেও ক্রিকেট তার কাছে প্রাণ।

.