Ravichandran Ashwin: বিরাট খবর বাইশ গজে, অশ্বিন এখন বিশ্বের ১ নম্বর

Ravichandran Ashwin has replaced James Anderson to become the world number one: রবিচন্দ্রন অশ্বিন ফের একবার বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হলেন। জেসম অ্যান্ডারসনকে সরিয়ে সেই জায়গায় চলে এলেন চেন্নাইয়ের স্পিনার।

Updated By: Mar 1, 2023, 06:02 PM IST
Ravichandran Ashwin: বিরাট খবর বাইশ গজে, অশ্বিন এখন বিশ্বের ১ নম্বর
আর অশ্বিন এখন বিশ্বের এক নম্বর পেসার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৫ সালের পর ফের ২০২৩। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) হলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। ব্রিটিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে (James Anderson) সিংহাসনচ্যুত করে মগডালে বসলেন চেন্নাইয়ের বোলার। অ্যান্ডারসন নেমে এলেন দুয়ে। দিনসাতেক আগে তিনি অজি অধিনায়ক ও আরেক তারকা পেসার প্যাট কামিন্সকে (Pat Cummins) সরিয়ে একে এসেছিলেন। দীর্ঘ চার বছর সিংহাসনে ছিলেন কামিন্স। অশ্বিনের সামনে সুযোগ থাকছে শীর্ষস্থান ধরে রাখার, চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এভাবেই খেলে যেতে হবে অশ্বিনকে। ২০২২ সালের অগাস্ট থেকে ভারতের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) মাঠের বাইরে। চোটের জন্য় খেলা হচ্ছে না তাঁর। বুমরা উঠে এসেছেন চারে। ইংল্যান্ডের অলি রবিনসন (Ollie Robinson) ছয়ে নেমে আসায় পাঁচে এসেছেন পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি ( Shaheen Afridi)।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত শর্মার  ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছে ৬ উইকেটে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এদিন হোলকারে টস জিতে প্রথম ব্যাট করেন রোহিতরা। এই ঘূর্ণি পিচে কুনেম্যান (৫) ও লিয়ঁদের (৩) দাপটে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৯ রানে। পরে বল করতে নেমে বিপক্ষের চার উইকেট ফেলে দিলেও, টিম ইন্ডিয়া খুব একটা ভালো জায়গায় নেই ইন্দোরে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রান তুলে ফেলেছে। 
 

.