১২ বছরে ৯ বার কোচ ছাটাই করল রিয়াল মাদ্রিদ

একবছর আগে তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। একবছর একদিনের মাথায় চিত্রটাই গেল পাল্টে। কার্লো আন্সেলোত্তিকে ছেঁটে ফেলল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সভাপতি হিসাবে বারো বছরে নজন কোচকে ছেঁটে ফেললেন ফ্লোরেন্টিনো পেরেজ। এবছর কোনও ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। জুভেন্টাসের কাছে হেরে  চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছিল রিয়াল। ফলে চাপ বাড়ছিল আন্সেলোত্তির উপর। আগামী মরসুমের শেষ পর্যন্ত আন্সেলোত্তির সঙ্গে চুক্তি ছিল রিয়ালের। কিন্ত তার আগেই তাঁকে ছেঁটে ফেলা হল। এবার সম্ভবত নাপোলি কোচ রাফায়েল বেনিটেজকে রোনাল্ডোদের কোচ হিসাবে নিয়োগ করা হবে।

Updated By: May 27, 2015, 08:58 AM IST
১২ বছরে ৯ বার কোচ ছাটাই করল রিয়াল মাদ্রিদ

ওয়েব ডেস্ক: একবছর আগে তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। একবছর একদিনের মাথায় চিত্রটাই গেল পাল্টে। কার্লো আন্সেলোত্তিকে ছেঁটে ফেলল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সভাপতি হিসাবে বারো বছরে নজন কোচকে ছেঁটে ফেললেন ফ্লোরেন্টিনো পেরেজ। এবছর কোনও ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। জুভেন্টাসের কাছে হেরে  চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছিল রিয়াল। ফলে চাপ বাড়ছিল আন্সেলোত্তির উপর। আগামী মরসুমের শেষ পর্যন্ত আন্সেলোত্তির সঙ্গে চুক্তি ছিল রিয়ালের। কিন্ত তার আগেই তাঁকে ছেঁটে ফেলা হল। এবার সম্ভবত নাপোলি কোচ রাফায়েল বেনিটেজকে রোনাল্ডোদের কোচ হিসাবে নিয়োগ করা হবে।

.