ব্রাজিলের বিশ্বকাপ দলে নেই চমক

তিতের তত্বাবধানে বিশ্বকাপের বাছাইপর্বে ১৮ টি ম্যাচের একটিতেও হারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র করলেও ১৬ টি ম্যাচে জিতেছে। ঘুরিয়ে ফিরিয়ে ৬৪ জন ফুটবলারকে খেলিয়েছেন তিনি। এঁদের মধ্যে তিতে বেছে নিয়েছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত ২৩ জন ফুটবলারকে।

Updated By: May 15, 2018, 05:10 PM IST
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেই চমক

নিজস্ব প্রতিবেদন : প্রাথমিক দল নয়। রাশিয়া বিশ্বকাপের জন্য একমাস আগেই একেবারে চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ব্রাজিলের কোচ তিতে। তিতের ২৩ জনের দলে বিশেষ চমক নেই। প্রত্যাশামতোই চোট সারিয়ে বিশ্বকাপের দলে এলেন নেইমার। চোটের কারণে বাদ পড়লেন দানি আলভেজ।

২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টানা দুটি কোপা আমেরিকা থেকেও বিদায় নেয় ব্রাজিল। ২০১৬ সালের জুনে দায়িত্ব নেন তিতে। গত দু'বছরে ধীরে ধীরে দলটাকে গড়েছেন তিনি। তিতের তত্বাবধানে বিশ্বকাপের বাছাইপর্বে ১৮ টি ম্যাচের একটিতেও হারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র করলেও ১৬ টি ম্যাচে জিতেছে। ঘুরিয়ে ফিরিয়ে ৬৪ জন ফুটবলারকে খেলিয়েছেন তিনি। এঁদের মধ্যে তিতে বেছে নিয়েছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত ২৩ জন ফুটবলারকে।

 

ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলকিপার    আলিসন, এদেরসন, কাসিও
ডিফেন্ডার

 মার্সেলো, দানিলো, থিয়াগো সিলভা, ফিলিপে লুইস , ফাগনার, মার্কুইনস, মিরান্ডা, পেদ্রো জেরোমেল

মিডফিল্ডার

 উইলিয়ান, ফার্নানদিনহো, পাউলিনিহো, রেনাতো আগুস্তো,কাসেমিরো, ফিলিপে কুটিনহো, ফ্রেড।

ফরোয়ার্ড  নেইমার, গ্যাব্রিয়েল জেসাস, রবের্তো ফিরমিনো, ডগলাস কস্তা, তাইসন

তিতের ২৩ জনের দলে থাকা চার ফুটবলার বাদ দিয়ে বাকি সকলেই ইউরোপীয় ক্লাবে খেলেন। চোটের কারণে শেষ মুহূর্তে দানি আলভেজকে বাদ দিয়েছেন তিতে। আলভেজের জায়গায় দলে সুযোগ পেলেনকরিন্থিয়ানসের ফুলব্যাক ফাগনার। যদিও প্রথম একাদশে জায়গা পেতে ম্যাঞ্চেস্টার সিটির দানিলোর সঙ্গে লড়াই করতে হবে তাঁকে। ২১ মে ফুটবলারদের ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। ২৭ মে লন্ডনে পৌঁছবে দল। ২৮ মে দলের সঙ্গে যোগ দেবেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা বাকি ফুটবলাররা। ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১০ জুন ভিয়েনায় আরও একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ১১ জুন রাশিয়ার উদ্দ্যেশ্যে রওনা দেবে তিতের ব্রাজিল। ১৭ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সুইত্জারল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাওরা। 

.