আই-লিগে ডেম্পোকে হারাল ইস্টবেঙ্গল

হাইভোল্টেজ ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের মাত্র দশমিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে ডেম্পোকে এগিয়ে দেন ক্লিফোর্ড মিরান্ডা। এরপরে শুধুই লালহলুদ জার্সির দাপট।

Updated By: Dec 15, 2011, 05:47 PM IST

হাইভোল্টেজ ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের মাত্র দশমিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে ডেম্পোকে এগিয়ে দেন ক্লিফোর্ড মিরান্ডা। এরপরে শুধুই লালহলুদ জার্সির দাপট।
টোলগে-পেন-লেনের ত্রিফলা আক্রমণের সঙ্গে মাঝমাঠে মেহতাবের উপস্থিতি। ম্যাচের পনেরো মিনিটেই ডেম্পোকে বোতলবন্দি করতে থাকে মরগ্যানের স্ট্র্যাটেজি। মেহতাবের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করার প্রচেষ্টা ব্যর্থ হয়। কিছুপরেই টোলগের হেড থেকে মাথা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান পেন। প্রথম গোলের সময় ডেম্পোর ডিফেন্ডার দেবব্রত রায় অফসাইড ভেবে দাঁড়িয়ে পড়েন।
এক-এক হওয়ার পর দুই দলের বিখ্যাত মাঝমাঠের লড়াইয়ে টেক্কা দেয় ইস্টবেঙ্গল। ম্যাচের চল্লিশ মিনিটে পেনের চোরা পাস থেকে গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরীকে কাটিয়ে গোল করতে ভুল করেননি টোলগে। দ্বিতীয়ার্ধেও গোল পার্থক্য বাড়ানোর সুযোগ থাকলেও, কাজ লাগতে বযর্থ হয় ইস্টবেঙ্গল। তবে দলগত লড়াইয়ে বাংলার ফুটবলের সেরা শক্তির কাছে দাঁড়াতেই পারেনি গোয়া ফুটবলের এইমূহুর্তে সেরা দল। এই জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন নয় ম্যাচে উনিশ। তবে লিগ শীর্ষে রইল সেই ডেম্পোই।

.