রোনাল্ডোর জেদের কাছে হার মেসিদের `রুগ্ন` শিল্পের

অবশেষে মেসিকে হারাতে পারলেন রোনাল্ডো। কোপা ডেল রে কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয় খেতাবি লড়াইয়ে উঠে গেল রিয়াল মাদ্রিদ। হোম-অ্যাওয়ে পদ্ধতির সেমিফাইনালে বার্সাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত, সেমিফাইনালের প্রথম পর্বে স্যান্টিয়াগো বারনাবিউতে এল ক্লাসিকো ১-১ গোলে ড্র হয়েছিল।

Updated By: Feb 27, 2013, 02:05 PM IST

রিয়াল মাদ্রিদ (৩) বার্সেলোনা (১)
অবশেষে মেসিকে হারাতে পারলেন রোনাল্ডো। কোপা ডেল রে কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয় খেতাবি লড়াইয়ে উঠে গেল রিয়াল মাদ্রিদ। হোম-অ্যাওয়ে পদ্ধতির সেমিফাইনালে বার্সাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত, সেমিফাইনালের প্রথম পর্বে স্যান্টিয়াগো বারনাবিউতে এল ক্লাসিকো ১-১ গোলে ড্র হয়েছিল।
এদিন মেসিদের ঘরের মাঠে রোনাল্ডো জাদু দেখালেন। পর্তুগিজ তারকার জোড়া গোল আর জেদের কাছে হার মানতে হল বার্সেলোনাকে। সেই সঙ্গে কদিনের ব্যবধানে মেসিদের জোড়া হার দেখিয়ে দিল তাদের বহু চর্চিত ফুটবল শিল্প এখন ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে।

গত বছরের এপ্রিলের পর এই প্রথম চির প্রতিদ্বন্দ্বীকে হারাল রিয়াল মাদ্রিদ। মাঠে মেসিকে খুঁজে পাওয়া না গেলেও রোনাল্ডো ছিলেন স্বপ্নের ফর্মে। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের ৫৭ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল ভারানে। ম্যাচের ৬৮ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রোনাল্ডো। ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে বার্সার সান্ত্বনার গোলটি করেন ডিফেন্ডার জরডি এলবা। মুখোমুখি লড়াইয়ে ৪-২ এগিয়ে থাকায় রিয়াল পৌঁছে গেল ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পাসিং ফুটবল আটকে দিয়ে সফলতা পায় এসি মিলান। তাদের দেখানো পথেই বার্সাকে উড়িয়ে দিল রিয়াল। ২০০৮ সালে বারনাব্যু তে ৪-১ গোলে হারার পর গত রাতের ফলাফলটাই বার্সার সবচেয়ে বড় পরাজয়। ``আমরা চমৎকার খেলেছি`` , বলেন রিয়াল তারকা রোনাল্ডো।
মরিনহোর জন্য এই জয়টি প্রতিশোধের। ২০১০ সালে রিয়াল-বার্সার প্রথম ম্যাচে রিয়াল ৫-০ গোলে হেরেছিল। সেই হারের জ্বালা গত রাতে কিছুটা হলেও ভুলতে পারবেন স্পেশাল ওয়ান।

রোনাল্ডোর জাদু-- বার্সার বিরুদ্ধে শেষ আটটা ম্যাচ নটা গোল করেছেন রোনাল্ডো। আবার রিয়ালের বিরুদ্ধে ২৪টি ম্যাচে ১৯টি গোল পেয়েছেন এলএম১০।

.