আবার রিয়ালে ফিরছেন জিনেদিন জিদান?

জিদান নাকি পেরেজকে ফেরার ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন।

Updated By: Mar 7, 2019, 08:43 AM IST
আবার রিয়ালে ফিরছেন জিনেদিন জিদান?

নিজস্ব প্রতিবেদন : ইউরোপ জুড়ে জল্পনা তুঙ্গে। আবার নাকি মাদ্রিদে ফিরছেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পরই স্যান্তিয়াগো সোলারির ছাঁটাই একপ্রকার নিশ্চিত। স্প্যানিশ সংবাদ সংস্থা লা সেক্সতা-র দাবি, নতুন মরশুমে ফের মাদ্রিদে আসতে রাজি ফরাসি কোচ! কিন্তু রিয়াল চায় চলতি মরশুমের বাকি সময় থেকেই দায়িত্ব নিন জিনেদিন জিদান।

২০১৫ সালে কোনও ট্রফি পায়নি রিয়াল মাদ্রিদ। তিন পর আবার অ্যাকশন রিপ্লে। সম্ভাব্য তিন খেতাব জয়ের দৌড় থেকেই ছিটকে গিয়েছে রিয়াল। রিয়ালের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলেই চিহ্নিত করা হচ্ছে এই মরশুমকে। এই অবস্থা থেকে উদ্ধারকর্তা হিসেবে জিদানই সমাধান বলছেন রিয়ালভক্তরা। আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত তিন বারের চ্যাম্পিয়নরা। মরশুমের বাকি সময়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা-দেল-রে থেকে ছিটকে গিয়েছে রিয়াল। লা লিগাতেও খেতাব জয়ের সম্ভবনা নেই বললেই চলে।

চলতি মরশুমে রিয়ালের এমন ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে রোনাল্ডোর রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়া আর জিদান ছেড়ে চলে যাওয়ার পর নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে না পারা। হুলেন লোপেতেগি টিকেছিলেন মাত্র তিন মাস। লোপেতেগির জায়গায় দায়িত্ব নেওয়া স্যান্তিয়াগো সোলারিও ব্যর্থ। ২০১৬ সালে প্রায় একই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, সেই জিদানের হাতেই আবার দায়িত্ব তুলে দিতে চাইছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।

স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সতার দাবি, জিদান নাকি পেরেজকে ফেরার ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন। তবে ছন্নছাড়া রিয়ালে চলতি মরশুমে আর যোগ দিতে রাজি নন প্রাক্তন কোচ। পরের মরশুমে একদম নতুন করে শুরু করতে চান জিদান। তাঁকে রাজি করাতে দলবদলের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথাও নাকি বলে রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট।

আরও পড়ুন - বার্সেলোনাকে হারিয়ে সুপারকোপা-দি-কাতালুনিয়া চ্যাম্পিয়ন জিরোনা

.