গ্রেম স্মিথের অবসর শুনে হতবাক্ ক্রিকেটবিশ্ব

হতভম্ভ ক্রিকেটমহল। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলাকালীন টেস্ট সিরিজের মধ্যেই ক্রিকেট জীবনে ইতি টানার কথা ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। "আমার জীবনে সবথেকে কঠিন সিদ্ধান্ত" জানালেন ৩৩ বয়সী এই লড়াকু ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি শেষ টেস্টে নিজেকে বিদায় জানাতে চান তিনি।

Updated By: Mar 4, 2014, 03:29 PM IST

হতভম্ভ ক্রিকেটমহল। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলাকালীন টেস্ট সিরিজের মধ্যেই ক্রিকেট জীবনে ইতি টানার কথা ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। "আমার জীবনে সবথেকে কঠিন সিদ্ধান্ত" জানালেন ৩৩ বয়সী এই লড়াকু ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি শেষ টেস্টে নিজেকে বিদায় জানাতে চান তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজের জীবনের প্রথম টেস্ট ম্যাচটি খেলে ছিলেন স্মিথ। সেই অসিদের বিরুদ্ধেই নিজের ক্রিকেটীয় জীবনের শেষ ম্যাচটি খেলতে চান স্মিথ। ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করার মুহূর্তে আবেগে মথিত হয়ে দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের মন্তব্য "১৮ বছর আগে এই মাঠেই প্রথম দেশের হয়ে খেলতে ডাক পেয়েছিলাম, আর এই মাঠেই বিদায় জানাচ্ছি আমার ক্রিকেট জীবনকে। সত্যিই ভাল লাগছে"। তবে অবসরের খবর প্রকাশ হতেই ক্রিকেট বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বকাপে স্মিথ বিহীন দক্ষিণ আফ্রিকার শক্তি অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন।

.