IPL 2021: Brian Lara বলছেন গত চার মাসে পরিণত হয়েছে Rishabh Pant
কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা বিশ্বাস করেন যে, শেষ কয়েক মাসে অনেক পরিণত হয়েছেন ঋষভ পন্থ
নিজস্ব প্রতিবেদন: কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা (Brian Lara) বিশ্বাস করেন যে, শেষ কয়েক মাসে অনেক পরিণত হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লারা মনে করছেন এই মরসুমে তিনি দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ভালই নেতৃত্ব দেবেন। শ্রেয়স আয়ারের (Shreyas Iyer) অনুপস্থিতিতে এবার দিল্লির (Delhi Capitals) গুরুদায়িত্ব ঋষভের (Rishabh Pant) কাঁধে। চোটের জন্য এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আয়ার। পন্থ অধিনায়ক হিসাবে প্রথম ম্য়াচেই সাফল্য পেয়েছেন। তাঁর স্বঘোষিত গুরু এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে জিতেছেন তিনি। আগামিকাল দিল্লি দ্বিতীয় ম্যাচে খেলবে রাজস্থানের (RR) বিরুদ্ধে।
That's it. That's the tweet.#YehHaiNayiDilli #IPL2021 @RishabhPant17 @TajMahalMumbai pic.twitter.com/nyQBwd7p6f
— Delhi Capitals (@DelhiCapitals) April 12, 2021
আরও পড়ুন: IPL 2021: কোয়ারিন্টেই COVID-19 পজিটিভ Anrich Nortje! চাপে Delhi Capitals
২৩ বছরের পন্থ হার্ড হিটিং ব্যাটসম্য়ান হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে নিজেকে ম্যাচ-উইনার হিসাবে প্রমাণ করেছেন। স্টার স্পোর্টসের শো-তে পন্থের প্রশংসা করে লারা বলছেন, "৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল করেছে। আয়ারের চোটের জন্য এখন পন্থের কাঁধে ক্যাপ্টেনসির গুরুদায়িত্ব। এছাড়াও পন্থ অ্যানরিচ নোকিয়া, কাগিসো রাবাদ ও অক্ষর প্যাটেলের সার্ভিস পাচ্ছে না। কিন্তু আমার মনে হয়, পন্থের দল তাঁকে সমর্থন করবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত ৪ মাসে ও অনেক পরিণত। আশা করি ও ভাল করবে।"