ভারতীয় আন্দ্রে রাসেল হয়ে উঠতে পারেন পন্থ, বলছেন শ্রীকান্ত

তাঁর মনে হয়েছে, বেশ কিছু নতুন ধরণের শট রয়েছে পন্থের হাতে।

Updated By: Apr 13, 2019, 05:07 PM IST
ভারতীয় আন্দ্রে রাসেল হয়ে উঠতে পারেন পন্থ, বলছেন শ্রীকান্ত

নিজস্ব প্রতিবেদন : ভারতের আন্দ্রে রাসেল হয়ে ওঠার মতো কে রয়েছেন? এমনই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তিনি এক মিনিটও না ভেবে উত্তর দিলেন, ঋষভ পন্থ। কেন? কৃশ শ্রীকান্ত ব্যাখ্যা দিলেন, ''আইপিএলে ওর ২৭ বলে ৭৮ রানের ইনিংসটা দেখার পর আমার এমনই মনে হয়েছে। কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ানদের মারকাটারি ইনিংস খেলার ক্ষমতা পন্থের আছে। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ও।''

আরও পড়ুন-  IPL 2019, KXIPvRCB: মোহালিতে প্রথম জয়ের সন্ধানে বিরাটের বেঙ্গালুরু

ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত আরও বলছিলেন, ''আমার মনে হয় মিডল অর্ডারে নামার জন্য ও ব্যাটিংয়ের সুযোগ কম পাচ্ছে। ওকে যদি ওপেনিং নিয়ে আসা যায় তা হলে আখেরে দলেরই লাভ। এতে ওকে ভি-ফর্মুলা ফলো করতে হবে। অর্থাত্, ইনিংস শুরুর প্রথম কয়েকটা বল লং অন বা লং অফে খেলে সেট হতে হবে। তার পর মারকাটারি ইনিংস খেলতে সুবিধা হবে ওর। রাসেল বা পোলার্ডরাও এরকমই খেলে। যে কোনও ফরম্যাটেই হোক, শুরুতে ভি-ফর্মুলা মেনে খেলে ওরা। সেট হয়ে যাওয়ার পর চালানো শুরু করে। পন্থকেও একই টেকনিক মেনে খেলতে হবে।''

আরও পড়ুন-  IPL 2019: নো-বল বিতর্কে ধোনির পাশেই সৌরভ

ঋষভের ব্যাটিং মন দিয়ে দেখেছেন তিনি। তাতে তাঁর মনে হয়েছে, বেশ কিছু নতুন ধরণের শট রয়েছে পন্থের হাতে। শ্রীকান্ত বলছিলেন, ''রাসেল, পোলার্ডদের খেলা দেখুন। দেখবেন, ওরা লং অন, লং অফ বা মিড উইকেট দিয়ে বেশি শট খেলে। অর্থাত্, ওরা স্ট্রেট বাউন্ডারি পাওয়ার পক্ষপাতি। পন্থও সেই কায়দা নেয়। তবে ওর কিছু নিজস্ব শট রয়েছে। সেগুলো ওর আসল অস্ত্র।''

.