অভিষেকেই প্রথম রেকর্ড বইয়ের চার নম্বরে ঋষি ধাওয়ান!
অভিষেকেই রেকর্ড তালিকায় নাম লিখিয়ে বসলেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষি ধাওয়ান। আজই ভারতীয় দলের হয়ে টি২০-তে অভিষেক হয় ঋষির। আজ ভারতীয় দলের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ বাদ দিয়ে এক ম্যাচে এতজন ক্রিকেটারের অভিষেক আগে কখনও হয়নি। সে তো গেল ভারতীয়দের দলগত রেকর্ড।
ওয়েব ডেস্ক: অভিষেকেই রেকর্ড তালিকায় নাম লিখিয়ে বসলেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষি ধাওয়ান। আজই ভারতীয় দলের হয়ে টি২০-তে অভিষেক হয় ঋষির। আজ ভারতীয় দলের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ বাদ দিয়ে এক ম্যাচে এতজন ক্রিকেটারের অভিষেক আগে কখনও হয়নি। সে তো গেল ভারতীয়দের দলগত রেকর্ড।
আজ ঋষি যে রেকর্ড তালিকায় নাম লেখালেন, তাতে তিনি নিজেও চাইবেন না এই রেকর্ড তালিকায় তাঁর নাম থাকুক। আসলে টি২০ ক্রিকেটে অভিষেকে সবথেকে বেশি রান দিয়েছেন ভারতের যে ৫ জন বোলার, ঋষি তাঁদের মধ্যে থাকলেন ৪ নম্বরে। তালিকাটা এরকম -
১) যোগিন্দর শর্মা অভিষেক ম্যাচে ৪ ওভারে রান দিয়েছিলেন ৫৭!
২) আশিস নেহরা অভিষেক ম্যাচে ৪ ওভারে রান দিয়েছিলেন ৫২!
৩) শ্রীনাথ অরবিন্দ অভিষেক ম্যাচে ৩.৪ ওভারে রান দিয়েছিলেন ৪৪
৪) ঋষি ধাওয়ান অভিষেক ম্যাচে আজ ৪ ওভারে রান দিলেন ৪২!
৫) হার্দিক পাণ্ডিয়া অভিষেক ম্যাচে ৩ ওভারে রান দিয়েছিলেন ৩৭!