Wimbledon 2021: কোয়ার্টার ফাইনালে অনামীর কাছে হেরে বিদায় নিলেন Roger Federer
সম্ভবত শেষবারের মতো অল ইংল্যান্ড ক্লাবে খেলেলন রাজা রজার!
নিজস্ব প্রতিবেদন: অল ইংল্যান্ডে ক্লাবে সবচেয়ে বড় অঘটন! বুধবার অনামী হাবার্ট হুরকাজের (Hubert Hurkacz) কাছে হেরেই উইম্বলডন (Wimbledon 2021) থেকে বিদায় নিতে হলো রজার ফেডেরারকে (Roger Federer)। আর শেষ চারে যাওয়া হল না রাজা রজারের! কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পোলিশ হুরকাজের পক্ষে ফল ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-০।
An ovation for 22 years of memories
It's been a pleasure as always, @rogerfederer #Wimbledon pic.twitter.com/GvsOenp68C
(@Wimbledon) July 7, 2021
আরও পড়ুন: Wimbledon 2021: Sania Mirza ও Rohan Bopanna মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলেন
সম্ভবত কেরিয়ারে শেষবারের মতো উইম্বলডন খেলে ফেলেলেন সুইস কিংবদন্তি। উইম্বলডনের টুইটেও থাকল সেই ইঙ্গিত। লিখে দেওয়া হলো ২২ বছরের স্মৃতি অত্যন্ত আনন্দদায়ক হয়েই থাকবে। ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেডেরার সর্বকালের অন্যতম সেরা। আগামী মাসে ফেডেরার ৪০ বছরে পা দেবেন। ফেডেরারকে হারতে হতো ১৫ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর কাছে। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন অল ইংল্যান্ড ক্লাবে ১১৯ ম্যাচ খেলে ১৪তম হারের সন্মুখীন হলেন। ২০০২ সালে মারিও আনচিচের কাছে স্ট্রেট সেটে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর এই প্রথম ফেডেরার স্ট্রেইট সেটে হারলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)