বালির দেশে সমালোচনাকে পুঁতে চ্যাম্পিয়ন রজার ফেডেরার

কিংবদন্তিরা কোনওদিন মুছে যান না। সে কথাটাই আবার প্রমাণ করলেন রজার ফেডেরার। দুবাইয়ে যখন কাপ হাতে তুলে ধরলেন রজার ফেডেরার তখন সবাই হাততালি দিয়ে উঠলেন। ক মাস ধরেই যখন অনেক বিশেষজ্ঞই বলছেন, এবার খেলা ছেড়ে দেওয়া উচিত ফেডেরারের তখনই তিনি জ্বলে উঠলেন। দুবাই ওপেনের ফাইনালে টমাস বার্ডিচকে কিংবদন্তি ফেডেরার হারিয়ে দিলেন। সেমিফাইনালে রজার ফেডেরার হারিয়ে ছিলেন নোভাক জকোভিচকে।

Updated By: Mar 2, 2014, 09:03 PM IST

--------------------------------------------------

কিংবদন্তিরা কোনওদিন মুছে যান না। সে কথাটাই আবার প্রমাণ করলেন রজার ফেডেরার। দুবাইয়ে যখন কাপ হাতে তুলে ধরলেন রজার ফেডেরার তখন সবাই হাততালি দিয়ে উঠলেন। ক মাস ধরেই যখন অনেক বিশেষজ্ঞই বলছেন, এবার খেলা ছেড়ে দেওয়া উচিত ফেডেরারের তখনই তিনি জ্বলে উঠলেন। দুবাই ওপেনের ফাইনালে টমাস বার্ডিচকে কিংবদন্তি ফেডেরার হারিয়ে দিলেন। সেমিফাইনালে রজার ফেডেরার হারিয়ে ছিলেন নোভাক জকোভিচকে।

এখন প্রশ্ন এই সাফল্য কি গ্র্যান্ডস্লামেও ধরে রাখা সম্ভব ফেডেরারের। অনেকই বলছেন, ফেডেরারের যেরকম ফর্ম তাতে যে কোনও গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠতেই পারেন সুইস মহাতারকা। কিন্তু সেমিফাইনালের পর নিজের ফিটনেস বাধা হয়ে দাঁড়াবে ফেডেরারের। আজকের জয়ের পর ফেডেরারে যে কথাটা উড়িয়ে দিলেন।

.