WATCH | Happy Holi 2024 | IPL 2024: নিজে রং মেখে ভূত! তবে বাকিদের ভেজালেন জলেই, হোলিতে ভাইরাল রোহিত

Rohit Sharma celebrates Holi with Mumbai Indians teammates Video Goes Viral: রোহিত শর্মার হোলি সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। দেখুন কী করলেন ভারত অধিনায়ক।  

Updated By: Mar 25, 2024, 06:20 PM IST
WATCH | Happy Holi 2024 | IPL 2024: নিজে রং মেখে ভূত! তবে বাকিদের ভেজালেন জলেই, হোলিতে ভাইরাল রোহিত
চেনাই দায় রোহিতকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক অনাবিল আনন্দের রং গায়ে মেখে, উদযাপনে ভেসে যাওয়ার দিন আজ। দেশজুড়ে সোমবার পালিত হল চব্বিশের দোল উৎসব (Happy Holi 2024)। আজ রঙিন ভারত। দেশের প্রতিটি রাস্তায় রঙের ছোঁওয়া। এমন দিনে আইপিএলে (IPL 2024) ব্য়স্ত তারকা ক্রিকেটাররাও মাতলেন আবির-রং-পিচকিরিতে। তবে ভাইরাল হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের মহারথী রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সতীর্থদের সঙ্গে দোল খেলার ভিডিয়ো নেটপাড়ায় ঝড় তুলে দিল। রোহিত নিজে রং মেখে ভূত হলেন। তবে বাকিদের পাইপে করে জল নিয়েই ভিজিয়ে দিলেন। কোনও রঙে রাঙালেন না। বেছে নিলেন স্রেফ জল। অন্য়দিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটাররাও হোটেলে জমিয়ে হোলি সেলিব্রেট করলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে রাতারাতি।

আরও পড়ুন: WATCH | Shah Rukh Khan | KKR vs SRH : ড্রেসিংরুমে ঢুকে কী করেছিলেন শাহরুখ? ভিডিয়ো এখন সবার সামনে!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

নীল সাম্রাজ্য়ে রোহিত যুগের অবসান ঘটেছে। মুম্বই ইন্ডিয়ান্সের মসনদে বসে পড়লেন হার্দিক পাণ্ডিয়া। চব্বিশের আইপিএলে হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। ওদিকে হার্দিকের জুতোয় পা গলিয়েছেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে এবার খেলছে গুজরাত টাইটান্স । গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত-মুম্বই । অধিনায়ক হিসেবে অভিষেক করেই শুভমন বাজিমাত করেছেন। মুম্বইয়ের কাছে গুজরাতের না হারার রেকর্ড তিনি অক্ষুণ্ণ রাখবেন বলেছিলেন। কথা রেখেছেন শুভমন। তাঁর দল ছয় রানে জিতেছে। গুজরাত টস হেরে প্রথমে ব্য়াট করে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছিল। মুম্বই ১৬২ রানে শেষ হয়ে যায়। রোহিত প্রথম ম্য়াচেই ছাপ রেখেছিলেন। ২৯ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। দল হারলেও, রোহিত কিন্তু আছেন ফুরফুরে মেজাজেই।

আরও পড়ুন: Hardik Pandya | GT vs MI | IPL 2024: 'কোথায় বুমরা?' একসঙ্গে সোচ্চার তিনমহারথী! হার্দিক বিদ্ধ ত্রিফলা আক্রমণে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.