Rohit Sharma | Ishan Kishan | IND vs NZ: ঈশানকে নিয়ে টিমের ভাবনা সাফ জানিয়ে দিলেন রোহিত

Rohit Sharma confirms Ishan Kishan’s batting position: বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস লেখা ডাবল সেঞ্চুরির পরেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সুযোগ পাননি ঈশান কিশান। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। এবার ঈশানকে নিয়ে টিমের ভাবনা সাফ জানিয়ে দিলেন রোহিত শর্মা।  

Updated By: Jan 17, 2023, 08:24 PM IST
Rohit Sharma | Ishan Kishan | IND vs NZ: ঈশানকে নিয়ে টিমের ভাবনা সাফ জানিয়ে দিলেন রোহিত
ঈশান কিশানকে নিয়ে বড় কথা বলে দিলেন রোহিত শর্মা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা এখন অতীত। এবার কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND VS NZ) রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও সম সংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ। আগামিকাল উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্য়াচ মুখোমুখি দুই দল। প্রাক ম্য়াচ নিয়মমাফিক সাংবাদিক বৈঠকে এসেছিলেন ক্যাপ্টেন রোহিত।  কিউয়িদের বিরুদ্ধে চোখ থাকবে ভারতীয় দলের মারকুটে ব্যাটার ঈশান কিশানের (Ishan Kishan) দিকে। বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফরম্যাটে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড করেছিলেন ঈশান। এরপরেও টানা তিন ম্যাচ তিনি ছিলেন রিজার্ভে। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়। ব্যক্তিগত কারণের জন্য কেএল রাহুল (KL Rahul) নেই এই সিরিজে। স্বাভাবিক ভাবেই দরজা খুলে যাচ্ছে ঈশানের জন্য। 

এখন প্রশ্ন ঈশান খেলবেন কোন পজিশনে? রোহিত এদিন সাংবাদিকদের বললেন, 'ঈশান ব্যাট করবে মিডল-অর্ডারে। আমি আনন্দিত যে, ও বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত নক খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করতে পারবে। আমরা কোনও কিছু নিয়েই সমঝোতা করতে চাই না। আমরা সেরা এগারোজনকেই খেলাতে চাই। আমাদের কাছে চ্যালেঞ্জিং আট এবং নয় নম্বর জায়গাটা। সে কারণেই শার্দূল ঠাকুরকে আনা। আট নম্বর জায়গায় শার্দূল আমাদের এগিয়ে রাখবে। এই একটা জায়গাতেই আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যদি আমরা মাঝের দিকে উইকেট হারিয়ে ফেলি। আমরা সৌভাগ্যবান যে, আমাদের দলে এমন স্পিনাররা রয়েছে, যারা অলরাউন্ডার, ব্যাট করতে পারে। ওয়াশিংটন, অক্ষর, জাদেজা ও শাহবাজ আহমেদরা গভীরতা দিতে পারবে। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মতো কোয়ালিটি রিস্ট স্পিনাররাও রয়েছে দলে। যাদের কথা ভুললে কিন্তু চলবে না। চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার সময় আমরা বৃহত্তর চিত্রের দিকেই তাকাব।'

আরও পড়ুনRohit Sharma and Ravichandran Ashwin, ICC World Cup 2023: ডিউ ফ্যাক্টর ইস্যুতে অশ্বিনের দাবি নিয়ে এবার মুখ খুললেন রোহিত, দিলেন বড় বয়ান!

নিউজিল্যান্ডের ভারতের ওয়ানডে সফর সূচি:
১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দরাবাদ
২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ  ও উমরান মালিক 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.