Rohit Sharma: রোহিতে মোহিত গাভাসকর! কিংবদন্তি দশে কত নম্বর দিলেন ক্যাপ্টেনকে?

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে মোহিত সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। দশে দিলেন সাড়ে নয়।

Updated By: Mar 7, 2022, 01:28 PM IST
Rohit Sharma: রোহিতে মোহিত গাভাসকর! কিংবদন্তি দশে কত নম্বর দিলেন ক্যাপ্টেনকে?
রোহিতে মোহিত গাভাসকর

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেকেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। পলি উমরিগড়ের (Polly Umrigar) পর রোহিত ভারতের দ্বিতীয় টেস্ট অধিনায়ক হিসাবে পথ চলা শুরু করলেন দুরন্ত জয় দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দু'ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে রোহিত অ্যান্ড কোং ইনিংস ও ২২২ রানে জিতেছে। রোহিতের অধিনায়কত্বে মোহিত প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 

ভারত-শ্রীলঙ্কা (INDvsSL) সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের নয়া টেস্ট ক্যাপ্টেনের। গাভাসকর বলেন, "অধিনায়ক হিসাবে দুর্দান্ত অভিষেক রোহিতের। তিন দিনের মধ্যে টেস্ট জয় বুঝিয়ে দেয় যে, একটা দল কতটা শ্রেয়। সবচেয়ে বড় ব্যাপার ভারত যখন ফিল্ডিং পরিবর্তন করেছে, তা আমাকে মোহিত করেছে। ফিল্ডাররা ঠিক জায়গায় দাঁড়িয়েই ক্যাচগুলো পেয়েছে। সেভাবে তাদের নড়তে হয়নি। একেই বলে স্পট অন-ফিল্ড প্লেসিং। এমনকী বোলিং পরিবর্তনের ক্ষেত্রে বলা যেতে পারে যে, রবীন্দ্র জাদেজাকে হয়তো একটু পরের দিকে আক্রমণে আনা হয়েছে। কিন্তু দিনের শেষে ভারত ২ দিন হাতে রেখে ম্যাচ জিতেছে। আমি রোহিতকে দশে দেব সাড়ে নয়।"  

ভারতের ৩৫ তম টেস্ট ক্যাপ্টেন হিসাবে পথচলা শুরু করেছেন তিনি। ৩৪ বছর ৩০৮ দিন বয়সে রোহিত টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেক করেছেন। অনিল কুম্বলের পরে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই কাজ করলেন রোহিত। কুম্বলে টেস্ট ক্যাপ্টেন হিসাবে নতুন ইনিংস শুরু করেছিলেন ৩৭ বছর ৩৬ দিনে। এই পরিসংখ্যান বিগত ৬০ বছরের খতিয়ানকে মাথায় রেখে। বোঝাই যাচ্ছে রোহিত আর রেকর্ড এখন সমার্থক হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Ravindra Jadeja, Watch: করতালিতে কেক কেটে 'রকস্টার' জাদেজার জন্য সেলিব্রেশন!

আরও পড়ুনDavid Warner, Watch: 'হিমশীতল' ওয়ার্নার স্লেজিংয়ের জবাবে পিঠ চাপড়ে দিলেন পাক পেসারের!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.