WATCH | Asia Cup 2023: অস্ত্রসম্ভারে জুড়ল দুই বোলার, নির্বাচকদেরই 'ব্রেন চাইল্ড'! বিরাট ঝটকা দিলেন রোহিত

 Rohit Sharma jokes about him and Virat Kohli bowling in World Cup: বিশ্বকাপে দেশের জার্সিতে হাত ঘোরাতে দেখা যাবে দুই 'নতুন' বোলারকে। যাঁরা দেশের হয়ে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে খেলছেন। এই দুই বোলারের আন্তর্জাতিক আঙিনায় মিলিত উইকেটের সংখ্যা ১৯টি।  

Updated By: Aug 22, 2023, 01:45 PM IST
WATCH | Asia Cup 2023: অস্ত্রসম্ভারে জুড়ল দুই বোলার, নির্বাচকদেরই 'ব্রেন চাইল্ড'! বিরাট ঝটকা দিলেন রোহিত
সাংবাদিক বৈঠকে রোহিত-আগরকর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (India Asia Cup 2023 Squad) দল ঘোষণা করে দিয়েছে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের আগুনে স্কোয়াডই হয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। যদি বোলিং ব্রিগেড দেখা যায়, তাহলে সেখানে রয়েছেন চার পেসার- জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুরকেও নেওয়া হয়েছে। স্পিনারদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। একথা বলার অপেক্ষা রাখে না যে, এশিয়া কাপের এই দলটাই কম-বেশি প্রায় একই থাকবে বিশ্বকাপে। কিছু অদলবদল ঘটতে পারে। ঘটনাচক্রে এই দলে অলরাউন্ডারের সংখ্যা কম। ব্যাটারদের আধিক্য, যাঁরা বল করতে পারেন না। এবং বোলাররা ব্যাট করতে পারেন না। 

আরও পড়ুন: Asia Cup 2023: 'দলে কেউ যেন না বলে...', রোহিতের চমকে দেওয়া নিদানে যুদ্ধের আগেই শুরু মহাপ্রলয়!

এই ভাবনা থেকেই এক সাংবাদিক রোহিতকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি বোলারদের নিয়ে কী ভাবছেন। যার উত্তরে রোহিত বলেন, 'দেখুন রাতারাতি কাউকে বোলার বানিয়ে দেওয়া যায় না। এখানে সেই ব্যাটাররাই রয়েছে, যাঁরা রান করেছে। আমাদের হাতে যা আছে, তাই নিয়েই দল করেছি। সেরার সেরারাই খেলছে। তারা পারফর্ম করেই টিমে এসেছে। আশা করি শর্মা ও কোহলি বল করবে।' যা শুনে পাশে বসা আগরকর হেসে বলেন, 'হ্যাঁ, আমরা ওদের রাজি করিয়েছি।' এরপরই সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে। ঘটনাচক্রে বিরাট এবং রোহিত দু'জনেই বিভিন্ন সময় বল করেছেন। বিরাটের সীমিত ওভারের ক্রিকেটে রয়েছে ৮ উইকেট। অন্যদিকে রোহিত তিন ফরম্যাট মিলিয়ে পেয়েছেন ১১ উইকেট।

এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে।

ভারতের এশিয়া কাপের দল: রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: Asia Cup 2023: দল ঘোষণার দিনই বুকে কাঁপুনি ধরানো খবর! বলেই ফেললেন খোদ নির্বাচক প্রধান আগরকর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.