দেখুন ভাইরাল ভিডিয়ো: সাংবাদিককে স্যালুট Rohit Sharma র! কিন্তু কেন?
রাহুল-রোহিত ১০ নম্বর ভারতীয় ওপেনিং জুটি হিসেবে লর্ডসে শতরান করলেন।
নিজস্ব প্রতিবেদন: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের (India Vs England 2nd Test) প্রথম দিনে মাঠে ও মাঠের বাইরে মাতালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেন করতে নেমে হিটম্যান যেমন ১৪৫ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেললেন, তেমনই সাংবাদিক বৈঠকও মাতিয়ে দিলেন হিটম্যান
প্রথম দিনের শেষে রোহিত এসেছিলেন সাংবাদিক বৈঠকে। তাঁকে দেখা গেল এক সাংবাদিকের প্রশ্নে কুর্নিশ করতে। সেই সাংবাদিক জানতে চেয়েছিলেন যে, আসন্ন ৭৫তম স্বাধীনতা দিবসে যদি ভারত লর্ডস টেস্ট জিততে পারে তাহেল ১৫ অগাস্ট দেশবাসীর সেলিব্রেশনের আরেকটা কারণ যুক্ত হতে পারে। যা শুনে হিটম্যান সাংবাদিককে স্যালুট জানিয়েই বলেন যে, এমনটা ঘটলে সত্যিই দারুণ হবে।
আরও পড়ুন: India vs England: Manjrekar মাইক্রোফোন ধরতেই Rohit আউট! ঝড় উঠল টুইটারে
(@CricSubhayan) August 13, 2021
লর্ডস দেখেছে রোহিত ও কেএল রাহুলের ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ। ১৯৫২ সালের পর এই 'প্রথম হোম অফ ক্রিকেট'-এ ভারতীয় ওপেনিং জুটির যুগলবন্দিতে শতরান এল। ৬৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপের নজির ছিল বিনু মাঁকড় ও পঙ্কজ রায়ের। ১৯৫২ সালে বিনু-পঙ্কজের ব্যাটে ভারত স্কোরবোর্ডে ১৯৬ রান যোগ করেছিল। রাহুল-রোহিত ১০ নম্বর ভারতীয় ওপেনিং জুটি হিসেবে লর্ডসে শতরান করলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)