Rohit Sharma | IND vs AFG: রোহিতের রেকর্ড সেঞ্চুরি, পাগল করা ইনিংস, ভারত তুলল ২১২
Rohit Sharma scores record-breaking 5th T20I hundred to bail India out in Bengaluru: রোহিত আগুনে ছারখার হয়ে গেল আফগানিস্তান। সঙ্গে রিঙ্কুও চেনালেন তাঁর জাত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান তৃতীয় তথা সিরিজের শেষ টি-২০ ম্য়াচ খেলছে (IND vs AFG 3rd T20I Live Streaming)। রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং ইতিমধ্যেই এই সিরিজ ২-০ জিতে নিয়েছে। রোহিতরা অবশ্য়ই চাইবেন আফগানদের চুনকাম করতে। অন্য়দিকে ইব্রাহিম জদরান (Ibrahim Zadran) চাইবেন শেষ ম্য়াচ জিতে, মুখরক্ষা করে দেশে ফিরতে। তবে ইব্রাহিমের ইচ্ছাপূরণ হবে বলে আর মনে হয় না। বেঙ্গালুরুতে রোহিতের আগুনে ছারখার হয়ে গেল আফগানিস্তান। পাগল করা ইনিংস খেললেন ভারত অধিনায়ক। আর তাঁকে অসাধারণ সঙ্গ দিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এদিন ভারত যে টি-২০ ইনিংস খেলল, তা দীর্ঘদিন ভুলতে পারবেন না ভারতের অনুরাগীরা!
আরও পড়ুন: Sania Mirza and Shoaib Mallik: ডিভোর্স নিয়ে সানিয়ার এই প্রথম পোস্ট! ঘটালেন দীর্ঘ জল্পনার অবসান
টস জিতে ভারত প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আফগান পেসার ফরিদ আহমেদ যা শুরু করেছিলেন হাতে বল নিয়ে, তাতে করে মনে হচ্ছিল, ভারত হয়তো এদিন ১০০ রানও তুলতে পারবে না। মাত্র পাঁচ ওভারের মধ্য়ে ২২ রানে চলে যায় চার উইকেট। যশস্বী জয়সওয়াল (৪), বিরাট কোহলি (০) ও সঞ্জু স্যামসনকে (০) একাই ডাগআউটে পাঠিয়ে দেন ২৯ বছরের বাঁ-দিন জোরে বোলার। চারে নামা শিবম দুবেও এদিন মাত্র একটি রান করেন। তিনি শিকার হন আজমাতুল্লাহ ওমরজাই।
রোহিত এবং রিঙ্কু এদিন ভেবেই নিয়েছিলেন, 'আজ কুছ তুফানি করতে হ্য়ায়'! পঞ্চম উইকেট পার্টনারশিপে তাঁরা যোগ করলেন ১৯০ রান। নিলেন মাত্র ১০০টি বল। যা রেকর্ড। রোহিত ৬৯ বলে ১২১ রানে অপরাজিত থাকলেন। ১১টি চার ও আটটি ছক্কা হাঁকালেন ১৭৫.৩৬-এর স্ট্রাইক রেটে। রিঙ্কু করলেন ৩৯ বলে ৬৯ রান। ২টি চার ও ৬টি ছয় মারলেন কেকেআরের তারকা। রিঙ্কুর স্ট্রাইক রেট ছিল ১৭৬.৯২। ২২ রানে চার উইকেট হারানো দলটাই ২০ ওভারে করল চার উইকেটে ২১২। যা লিখতে গিয়েও দু'বার ভাবতে হচ্ছে। এদিন রোহিত বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে টি২০আইতে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড করলেন। পিছনে ফেলে দিলেন তাঁর সতীর্থ সূর্যকুমার যাদব ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্য়াক্সওয়েলকে। আর রোহিতই বিশ্বের প্রথম ব্য়াটার যাঁর ঝুলিতে থাকল ক্রিকেটের তিন ফরম্য়াটে পাঁচটি করে শতরান করার রেকর্ড।
আরও পড়ুন: MS Dhoni Defamation Case: এবার মহাবিপাকে মহেন্দ্র, তাঁর বিরুদ্ধে মানহানি মামলা! সামনেই তো আইপিএল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)