IND VS NZ WTC21 Final: বিগত ১০ বছর ও ২৯ ইনিংসে ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা শুভারম্ভ

বৃষ্টি ভেজা পেস সহায়ক পিচে টস জিতলে বিরাট কোহলিও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন।

Updated By: Jun 19, 2021, 06:59 PM IST
IND VS NZ WTC21 Final: বিগত ১০ বছর ও ২৯ ইনিংসে ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা শুভারম্ভ

নিজস্ব প্রতিবেদন: সাউদাম্পটনের এজিয়েস বোলে শনিবার থেকে শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা চলছে। বৃষ্টি ভেজা পেস সহায়ক পিচে টস জিতলে বিরাট কোহলিও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন। নিজেই সেকথা জানিয়েছেন তিনি। কিন্তু টস হেরে ভারত ব্যাট করতে নেমেছে। 

ভারতের হয়ে ওপেনিং জুটিতে রোহিত শর্মা (Rohit Sharma) আর শুভমান গিল (Shubman Gill) শুরুটা বেশ ভালই করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বড় রান এল না জুটিতে। রোহিত (৩৪) ফিরে যাওয়ার পরপরই গিলও (২৮) ফিরে যান। তবে রোহিত-গিলের ৬২ রানের ওপেনিং জুটিতেই ভারত রেকর্ড করে ফেলল ইংল্যান্ডের মাটিতে। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের মাটিতে বিগত ১০ বছর ও ২৯ ইনিংসে এটাই ভারতের সেরা শুভারম্ভ।

আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: মাঠে পা দিয়েই ইতিহাসে Virat Kohli, অনন্য মুকুট খোয়ালেন MS Dhoni

২০১১ সালে গৌতম গম্ভীর ও অভিনব মুকুন্দের জুটি লর্ডসে ৬৩ রান করেছিলেন ওপেন করতে নেমে। এখনও পর্যন্ত ভারতের চারবারের ইংল্যান্ডের সফরের ইতিহাসে এটাই সর্বোচ্চ ওপেনিং রানের পার্টনারশিপ। ২০০৭ থেকে ইংল্যান্ডের মাটিতে এটিই ছিল কোনও ভারতীয় ওপেনিং জুটির তৃতীয় সর্বোচ্চ রান। রোহিত-গিল এদিন টপকে যান কেএল রাহুল ও শিখর ধাওয়ানের জুটিকে। ২০১৮ সালে ট্রেন্টব্রিজে রাহুল-ধাওয়ানের জুটি বেঁধে ভারতের স্কোরবোর্ডে ৬০ রান তুলেছিলেন। ২০১৪ সালে ধাওয়ান ও মুরলী বিজয় ওপেন করতে নেমে ৪৯ করেছিলেন নটিংহ্যামে। তাঁদেরকেও টপকে যান রোহিত-গিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.