ICC Test Rankings: নিজেদের জায়গা হারালেন Rohit Sharma-Virat Kohli!

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) বড় ধাক্কা খেলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)

Updated By: Mar 30, 2022, 05:41 PM IST
ICC Test Rankings: নিজেদের জায়গা হারালেন Rohit Sharma-Virat Kohli!
বিরাট কোহলি ও রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রাখতে পারলেন না। বুধবার আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় রোহিত-বিরাট এক ধাপ করে নেমে ৮ এবং ১০ নম্বরে এসেছেন। রোহিতের ঝুলিতে ৭৫৪ পয়েন্ট। কোহলির সংগ্রহে ৭৪২ পয়েন্ট। অলরাউন্ডারদের মধ্যে মগডালেই রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে (Jason Holder) সরিয়ে দুয়ে এসেছেন। বোলারদের তালিকায় দুয়ে অশ্বিন ও চারে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন। একদিনের আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় কোহলি আছেন দুয়ে। রোহিত এক ধাপ উঠে এসেছেন চারে। বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন বুমরা। তাঁর স্থান চারে।

আরও পড়ুন: Mark Wood: হাসপাতালের বিছানায় শুয়ে উড, ঘোরের মধ্যে কথা বলে গেলেন ব্রিটিশ পেসার!

আরও পড়ুনIPL 2022: দারুণ বোলিং করে পর্নস্টার Candra-র শুভেচ্ছা পেলেন Mohammed Shami

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.