Shane Warne: 'রাজস্থান একমাত্র দল যারা ৭.২৫ মিনিটে স্টেডিয়ামে ঢুকত'! জানালেন ভারতের তারকা

দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে ফের একবার মেগা ফাইনাল খেলছে রাজস্থান। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) জস বাটলার (Jos Buttler)-রবিচন্দ্রন অশ্বিনদের (Ravichandran Ashwin) সামনে গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

Updated By: May 29, 2022, 09:04 PM IST
Shane Warne: 'রাজস্থান একমাত্র দল যারা ৭.২৫ মিনিটে স্টেডিয়ামে ঢুকত'! জানালেন ভারতের তারকা
ওয়ার্নের ট্যাকটিক্স জানালেন পাঠান

নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালের উদ্বোধনী আইপিএল (IPL) জিতেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তবে নিয়তির অদৃষ্ট পরিহাসে প্রথম ট্রফি জয়ের অধিনায়ক প্রিয় ওয়ার্নি আজ নেই! গত ৪ মার্চ চিরনিদ্রায় চলে গিয়েছেন অজি স্পিন কিংবদন্তি। তাও মাত্র ৫২ বছর বয়সে। ফাইনালে উঠে আরও বিশেষ করে ওয়ার্নকে স্মরণ করছে রাজস্থান। তবে ওয়ার্নের বিপক্ষে খেলা ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)।

"রাজস্থান রয়্যালস একমাত্র দল যারা স্টেডিয়ামে ৭.২৫ মিনিটে স্টেডিয়ামে ঢুকত। তখন রাত আটটার দিকে ম্যাচ শুরু হতো। ওয়ার্ন সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। তিনি জানতেন যে, এই টুর্নামেন্টে প্রতিটি দল ১৪টি ম্যাচ খেলবে। ওয়ার্ন ভাবতেন যে, গরমের সময় আগে মাঠে চলে আসলে প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়বে। টিমের এনার্জি বাঁচিয়ে রাখতেন তিনি। আমাদের পঞ্জাব দল সন্ধ্যা ৬টায় মাঠে ঢুকত। আমরা অতিরিক্ত অনুশীলন করতাম। আমরা তাও শেষ চারে গিয়েছিলাম। বিষয়টা ততটাও খারাপ ছিল না। কিন্তু ওয়ার্নের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। তিনি দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়ে ছিলেন। যখনই আইপিএলের কথা হবে, তখনই আমরা ওয়ার্নকে স্মরণ করব।"

দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে ফের একবার মেগা ফাইনাল খেলছে রাজস্থান। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) জস বাটলার (Jos Buttler)-রবিচন্দ্রন অশ্বিনদের (Ravichandran Ashwin) সামনে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এহেন মেগা ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ২০০৮ সালের কাপ জয়ী দলের একাধিক সদস্য। কিন্তু নেই ওয়ার্ন।

আরও পড়ুন: IPL 2022 Final: টসের সময় Ravi Shastri-কে কী বললেন Hardik Pandya?

আরও পড়ুনIPL 2022 Final: সবচেয়ে বড় জার্সি! Guinness Book-এ নাম তুলে নিল BCCI

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.