শততম শতরান হল না এবার

কোটলাতেও অধরা রইল শততম শতরান। মাত্র চব্বিশ রানের জন্য ছুঁতে পারলেন না নয়া মাইলস্টোন। কোটলা টেস্টের চতুর্থ দিন। ভারতের সামনে জয়ের হাতছানি। কিন্তু তা সত্ত্বেও কোটলায় উপস্থিত দর্শকদের চোখ ছিল ছোটা ডনের দিকে।

Updated By: Nov 9, 2011, 03:42 PM IST

কোটলাতেও অধরা রইল শততম শতরান। মাত্র চব্বিশ রানের জন্য ছুঁতে পারলেন না নয়া মাইলস্টোন। কোটলা টেস্টের চতুর্থ দিন। ভারতের সামনে জয়ের হাতছানি। কিন্তু তা সত্ত্বেও কোটলায় উপস্থিত দর্শকদের চোখ ছিল ছোটা ডনের দিকে। কারনটা অবশ্যই শতরান। তবে এই শতরান একটু আলাদা। আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান। বিশ্ব ক্রিকেটে বিরল এই ঘটনার সাক্ষী হতে চেয়েছিলেন সকলেই। কিন্তু এবারও পারলেন না সচিন তেন্ডুলকর। নয়া মাইলস্টোন থেকে দূরত্ব ছিল মাত্র ২৪ এর। ছিয়াত্তর রানে থেমে গেল সচিনের ইনিংস। দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লু হতেই পিন ড্রপ সাইলেন্স ফিরোজ কোটলায়। হতাশ সকলেই। কিন্তু হা হুতাশ ছাড়া আর কোন উপায় নেই। এবার তাকিয়ে থাকা ইডেনের দিকে। কোটলার সর্বনাশে যে ইডেনের পৌষ মাস তা সবচেয়ে ভাল বুঝছেন সিএবি কর্তারা। 

.