Sachin Tendulkar at 49: শুভ জন্মদিন বন্ধু, 'মাস্টার'কে মহারাজকীয় শুভেচ্ছা জানালেন ওপেনিং পার্টনার Sourav Ganguly

আইসিসি ও বিসিসিআই-এর তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

Updated By: Apr 24, 2022, 05:21 PM IST
Sachin Tendulkar at 49: শুভ জন্মদিন বন্ধু, 'মাস্টার'কে মহারাজকীয় শুভেচ্ছা জানালেন ওপেনিং পার্টনার Sourav Ganguly
বাইশ গজে এ ভাবেই শাসন করতেন সচিন-সৌরভ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: একটা সময় বাইশ গজের যুদ্ধে একাধিক রেকর্ড দুই কিংবদন্তি একাধিক রেকর্ড গড়েছেন। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ওপেনিং জুটিকে ভয় পেত বিপক্ষের বোলিং লাইন আপ। এহেন ছোটবেলার বন্ধু 'মাস্টার ব্লাস্টার'কে তাঁর ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন 'প্রিন্স অফ কলকাতা'। ইনস্টাগ্রামে মহারাজ লিখলেন, 'আমার সেরা দেখা ক্রিকেটার ও কাছের বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে আগামী জীবনের শুভেচ্ছা জানাই।' 

আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন ৩৪১টি ম্যাচে ২৪ হাজার রানের বেশি করেছেন। সচিন-সৌরভ ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৬৬০৯ রান আছে। সেটা একদিনের ক্রিকেটের ইতিহাসে এখনও অটুট। সচিন-সৌরভ শুধু মোট রানের নিরিখে নয়, ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন এই দুই প্রবাদপ্রতিম। সচিন-সৌরভের ওপেনিং জুটিতে মোট ২১ বার শতরানের পার্টনারশিপ হয়েছে। এটাও বিশ্বরেকর্ড। 

 

আইসিসি (ICC) ও বিসিসিআই-এর (BCCI) তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড তাঁর দখলে ছিল। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র নায়ক যিনি ১০০টি আন্তর্জাতিক শতরান করেছেন। ৫১টি টেস্ট শতরান রয়েছে তাঁর। একদিনের আন্তর্জাতিকে শতরান ৪৯টি। একদিনের ম্যাচে তিনিই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি দ্বিশতরান করেছিলেন। 

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: বাবাকে আবেগে ভরা জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন Arjun Tendulkar, ভিডিও ভাইরাল

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: 'ক্রিকেট দেবতা'র জন্মদিনে Kohli, ICC, BCCI-এর 'বিরাট' শুভেচ্ছা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.