Sachin Tendulkar-Sara Tendulkar: বিদেশ থেকে মাস্টার্স করেই বিরাট পদে সারা, মেয়ের খুশিতে আজ আনন্দে আত্মহারা সচিন!
Sachin Tendulkar-Sara Tendulkar: সচিনের বিরাট ঘোষণা, মেয়ে আজ সংস্থার ডিরেক্টর, আনন্দ আর ধরছে না বাবার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), আজ বাবা হিসেবে মেয়ে সারার (Sara Tendulkar) জন্য় খুবই গর্ব বোধ করছেন। আনন্দে আত্মহারা 'ক্রিকেট ঈশ্বর', কিংবদন্তি ক্রিকেটার তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) সেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের (Sachin Tendulkar Foundation, STF) ডিরেক্টর পদে যোগ দিলেন সারা।
সদ্যই বিদেশ থেকে মাস্টার্স করেছেন তিনি। এবার বাবার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন সারা। সচিন সবসময়ে অর্জুন-সারার সাফল্য় সেলিব্রেট করেছেন সচিন। তিনি এক্স হ্যান্ডলে মেয়ের কয়েক'টি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, সারা গ্রামের শিশুদের নিয়ে কাজ করছেন। সচিন লেখেন, 'আমি অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার মেয়ে সারা তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে যোগ দিয়েছে। ইউনির্ভাসিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছে সারা। খেলাধুলো, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে ভারতকে শক্তিশালী করার জন্য সারার এই যাত্রা শুরু হল। বিশ্বব্যাপী শিক্ষা কীভাবে বৃত্ত সম্পূর্ণ করতে পারে, তাও মনে করিয়ে দিল।' সারা যেদিন বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি পেয়েছিলেন, সেদিন সচিন-অঞ্জলি দু'জনেই ছিলেন লন্ডনে।
আরও পড়ুন: নিলামে কেউ পাত্তাই দেয়নি, এবার ১০ দল মাথা ঠুকবে! ১০০-র বিশ্বরেকর্ডের পর আবার...
সারা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন, মা অঞ্জলির সঙ্গে তিনি এসটিএফের হয়ে, উদয়পুরের গ্রামে গিয়েছিলেন। সেখানকার শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন সারা-অঞ্জলি। সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সঙ্গে তাঁরা দেখা করেছেন। সেই ছবিও নেটপাড়ার হৃদয় জিতে নিয়েছে। সারাকে আজ বাবার পরিচয় বহন করতে হয় না। সারা নিজেই এখন বেশ প্রতিষ্ঠিত নাম। একডাকেই সবাই চেনেন সারাকে। তিনি প্রকৃত অর্থেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।
সারা এককথায় সোশ্যাল মিডিয়া সেনসেশন। ৭.৩ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন। সারা কিন্তু এক্সে নেই। যদিও তাঁর নামে একাধিক ছদ্ম অ্যাকাউন্ট রয়েছে। এমনকী সেগুলিও ভেরিফায়েড। আন্তর্জাতিক পোশাক সংস্থা সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। মডেলিং, ফ্যাশন ও ব্র্যান্ড স্পনসরশিপ থেকে সারা প্রায় কোটি টাকার সম্পত্তির মালকিন হয়ে গিয়েছেন এখনই।
আরও পড়ুন: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)