সচিনকে আইসিসির খোঁচা, বুদ্ধিদীপ্ত উত্তরে মন জিতলেন মাস্টার ব্লাস্টার
রীতিমতো ভাইরাল হয়েছে টুইটারে সচিন-আইসিসির মজার কথোপকথন।
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ক্রিকেটকে ভুলতে পারেননি। তাই বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নেমে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। তবে ব্যাটিং করলেন না। সচিনকে পাওয়া গিয়েছিল বোলার হিসাবে। আর এতদিন পর আবার নেটে ফিরে সচিন লিখেছিলেন, ''নেটে ফিরতে পারলাম আবার। অনেকদিন পর। দারুন লাগছে। ছোটবেলার শিবাজী পার্কে ফিরে যেতে পারলাম যেন আবার।'' এর পরই ছোটবেলার বন্ধু ও সতীর্থ বিনোদ কাম্বলিকে উদ্দেশ্য করে সচিন লিখলেন, ''খুব কম সংখ্যক লোকই জানে,আমি আর বিনোদ সব সময় একই দলে খেলেছি, আমরা একে অপরের বিরুদ্ধে কখনও খেলিনি।''
আরও পড়ুন- ভারতীয় দলে হার্দিকের প্রতিভার ধারে কাছে কেউ নেই, বললেন সেওয়াগ
বোলার সচিন নেটে বোলিং করার সময় স্টেপ-আউট করলেন। আর ব্যাপারটা আইসিসিস-র নজর এড়াল না। নেহাতই মজার ছলে সচিনের সেই ভিডিয়ো থেকে একটি স্ক্রিনশট তুলে নিয়েছিল আইসিসি। সচিনের ছবির পাশে জুড়ে দেওয়া হল প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনারের ছবি। সেই ছবিতে স্টিভ বাকনার নো-বলের সিগনাল দিচ্ছেন। আইসিসি ক্যাপশনে লিখল, ''তোমার সামনের পায়ের অবস্থান দেখ, সচিন।''
আরও পড়ুন- জনপ্রিয় জ্যোতিষীর গণনা, ভারত বিশ্বকাপ জিতবে না! জিততে পারে মরগ্যানের দল
Watch your front foot, @sachin_rt pic.twitter.com/eZ4N8mKGME
— ICC (@ICC) May 12, 2019
At least this time I am bowling and not batting.. umpire’s decision is always the final decision.
— Sachin Tendulkar (@sachin_rt) May 15, 2019
রীতিমতো ভাইরাল হয়েছে টুইটারে সচিন-আইসিসির মজার কথোপকথন। সচিন মজা ফিরিয়ে দিলেন আইসিসিকে। টুইটারে আইসিসিকে স্মার্ট উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার। লিখলেন, এখন অন্তত আমি ব্যাটিং করছি না। বোলিং করছি। তাই এটা দেখার বিষয় আম্পায়ারের। আর আমরা সবাই জানি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সচিনের এমন স্মার্ট উত্তর মন জিতল নেটিজেনদের।