Sachin Tendulkar | Nagpur Pitch Controversy: কামিন্সদের কাঁদুনি গান শুনে তাঁদের ধুয়ে দিলেন সচিন

Sachin Tendulkar hits back after Australia accuse India of ‘doctoring’ Nagpur pitch: নিজেদের সুবিধা মতোই নাগপুরে পিচ বানিয়েছে ভারত। এই অভিযোগই বারবার করেছে অজি শিবির। এবার প্যাট কামিন্সদের ধুয়ে দিলেন সচিন তেন্ডুলকর। সাফ বলে দিলেন ভারত কখনও অভিযোগ করে না পিচ নিয়ে।

Updated By: Feb 8, 2023, 09:09 PM IST
Sachin Tendulkar | Nagpur Pitch Controversy: কামিন্সদের কাঁদুনি গান শুনে তাঁদের ধুয়ে দিলেন সচিন
সচিন উড়িয়ে দিলেন কামিন্সদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই শুরু বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধ। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) শুরু বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT) প্রথম টেস্ট। প্যাট কামিন্সের (Pat Cummins) দল শুরু থেকেই পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছে। কামিন্সদের অভিযোগ যে, ভারত নিজেদের সুবিধা মতোই নাগপুরে উইকেট তৈরি করেছে। এবার কামিন্সদের মাঠের বাইরে পাঠালেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সাফ বলে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটারদের সবরকমের পিচে খেলার জন্যই তৈরি থাকতে হয়। কাঁদুনি গাওয়ার কোনও জায়গায় নেই।

সংবাদ সংস্থা পিটিআই কথা বলেছিল সচিনের সঙ্গে। তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল যে, অজিদের পিচ নিয়ে অভিযোগের জবাবে, তিনি কী বলবেন, সচিন একেবারে চালিয়ে খেললেন। তিনি বলেন, 'যখন কেউ আন্তর্জাতিক ক্রিকেটার হয়, তখন সে বিশ্বের সবরকম পিচে খেলবে। এটাই স্বাভাবিক। বিদেশ সফরের চ্যালেঞ্জই হচ্ছে পিচ। কই আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তখন তো সেখানকার পিচ টার্নার হবে বলে আশা করি না। আমরা জানি সেখানে একটু বাউন্স থাকবে। আরও গতিশীল হবে। সিম মুভমেন্ট করবে। অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছে, ওদেরও মাথায় রাখতে হবে যে, এখানে টার্নিং পিচ হবে, কিছুটা মন্থর গতির। ওরা সেভাবেই প্রস্তুতি নিয়েছে। ওরা এসজি বলে খেলেছে। প্রতিটি দলই তাদের সাধ্যমতো প্রস্তুতি নেয়। তাদের আশেপাশে যা ঘটে সেটাই ভাবায়। বাইরের লোক কী ভাবছে সেটা নয়। আমার মনে হয় অজিরা প্রস্তুত এবং চ্যালেঞ্জ নিতে তৈরি।'

আরও পড়ুনRahul Dravid, Border Gavaskar Trophy 2023: কিউরেটরের উপর বেজায় চটলেন ঠান্ডা মাথার রাহুল দ্রাবিড়! কিন্তু কেন?

পরিসংখ্যান বলছে বর্ডার-গাভাসকর ট্রফিতে সব রেকর্ড আজও সচিনের) নামেই। সে সব চেয়ে বেশি হাফ-সেঞ্চুরি হোক বা সর্বাধিক শতরান। 'লিটলমাস্টার'ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সচিন তেন্ডুলকর বরাবরই অস্ট্রেলিয়াকে দেখলে জ্বলে উঠতেন। শিকার করার জন্য বেছে নিতেন এই টিমকেই। সচিন অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ ক্রিকেট খেলার সুবাদেই পেয়েছেন সেদেশের মানুষের বিরাট সম্মান।

সচিনের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফির রোম্যান্স:

আরও পড়ুন: Sara Tendulkar: 'আমি ভুল করেছি'...ঘটিয়েছেন অনভিপ্রেত ঘটনা! এবার ক্ষমা চাইলেন সচিনকন্যা

সর্বাধিক রান  ৩২৬২ 
সর্বাধিক অর্ধ-শতরান ১৬টি
সর্বাধিক ১৫০+ ইনিংস ৬টি
সর্বাধিক শতরান ৯টি
সর্বাধিক চার ৩৯১টি
সর্বাধিক ছয় ২৫টি
সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ ৫ বার
সর্বাধিক ম্যান অফ দ্য সিরিজ ৩ বার
সর্বাধিক ১০০+ পার্টনারশিপ ২০টি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.