ওয়ান ডে ক্রিকেটে ওপেনার হওয়ার গল্প শোনালেন সচিন

১৯৯৪ সাল। ভারতের নিউ জিল্যান্ড সফর।

Updated By: Sep 26, 2020, 09:33 PM IST
ওয়ান ডে ক্রিকেটে ওপেনার হওয়ার গল্প শোনালেন সচিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ওয়ানডে ক্রিকেটে মিডল অর্ডার থেকে কী করে ওপেনার হলেন সচিন তেন্ডুলকর ! এবার সেই গল্পই তুলে ধরলেন মাস্টার ব্লাস্টার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সচিন তাঁর ওপেনার হওয়ার গল্প শোনালেন।

১৯৯৪ সাল। ভারতের নিউ জিল্যান্ড সফর। ওপেন করার কথা ছিল সিধুর। কিন্তু ঘাড়ে ব্যথার কারণে নভজ্যোৎ সিং সিধু সেই ম্যাচ খেলতে পারবেন না বলে জানান। আর সেই সুযোগটা কাজে লাগাতে তখন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের কাছে ওপেনিং-এ নামার আর্জি জানান সচিন। দলের কোচ তখন অজিত ওয়াদেকর। সচিন গিয়ে বলেন, "তাকে ওপেনিং এর অনুমতি দেওয়া হোক! সে ভালো খেলবে।"

সচিন আরও বলেন, "আমি আজহার কে বলি যদি আমি ব্যর্থ হই তাহলে আর তার কাছে আসব না।" সচিনের আত্মবিশ্বাসটাই সেদিন মুগ্ধ করেছিল অধিনায়ক আজারউদ্দিন এবং কোচ ওয়াদেকরকে। অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৪৯ বলে ৮২ রান করেন সচিন। ১৫ টা চার আর ২টো ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। সেই থেকেই ওয়ান ডে ক্রিকেটে ওপেনার সচিনের আত্মপ্রকাশ।

আরও পড়ুন - IPL 2020: কাটা ঘায়ে নুনের ছিটে! ধোনিদের গ্লুকোজ খেয়ে ব্যাটিংয়ে নামতে বললেন সেওয়াগ!

.