National Sports Day: সচিনের আবেগি ভিডিয়ো তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেবে আরও বহুগুণ

'ক্রিকেট ঈশ্বর' সচিন চ্যারিটি করার ক্ষেত্রে দু'বার ভাবেন না।

Updated By: Aug 29, 2021, 04:06 PM IST
National Sports Day: সচিনের আবেগি ভিডিয়ো তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেবে আরও বহুগুণ

নিজস্ব প্রতিবেদন: মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জাতীয় ক্রীড়া দিবসে (National Sports Day) মন ছুঁয়ে নেওয়ার মতো একটি ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে সচিন বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে ক্রিকেট খেলছেন।

আরও পড়ুন: National Sports Day: ভারতের ইয়ং ব্রিগেড, যাঁরা অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেন

সচিন ভিডিয়ো টুইটারে পোস্ট করে লিখলেন, "স্পোর্টস পারে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থতিতেও আশা এবং আনন্দ দিতে এই জাতীয় ক্রীড়া দিবসে (#NationalSportsDay) আমি বলতে চাই, খেলাকে অভ্য়াস বানিয়ে ফেলতে হবে। আমাদের আনন্দে রাখে।"

'ক্রিকেট ঈশ্বর' সচিন চ্যারিটি করার ক্ষেত্রে দু'বার ভাবেন না। সামাজিক ভাবে পিছিয়ে পড়া বা বিশেষ ভাবে সক্ষম মানুষদের শুধু আর্থিক ভাবেই সাহায্য করেন না তিনি, তাঁদের সঙ্গে সময়ও কাটান তিনি। বিভিন্ন এনজিও-র হয়েও এরকম একাধিক সামাজিক কাজে বারবার পাওয়া যায় তাঁকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.